LPG New Price: দাম কমবে কী, বেড়ে গেল! দেখে নিন মার্চে কত পড়বে রান্নার গ্যাস সিলিন্ডারের দাম

নিজস্ব প্রতিবেদন : সামনেই লোকসভা নির্বাচন, লোকসভা নির্বাচনের প্রতিটি জিনিসের দাম কমবে এমনই আশা করা হয়ে থাকে। যে কারণে মার্চ মাসের শুরুতেই রান্নার গ্যাসের (LPG) দাম কমবে এমনটাই আশা করা হচ্ছিল। কেননা প্রতিমাসের শুরুতেই রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলি নতুন দাম নির্ধারণ করে থাকে। কিন্তু মার্চ মাসের শুরুতে নতুন যে দাম নির্ধারণ করা হয়েছে তাতে দেখা যাচ্ছে দাম কমার পরিবর্তে দাম বেড়ে (LPG New Price) গিয়েছে।

মার্চ মাসের প্রথম দিন থেকে নতুন দাম কার্যকর হল। ইন্ডিয়ান অয়েল কর্পোরেশনের তথ্য অনুযায়ী রান্নার গ্যাস সিলিন্ডারের সিলিন্ডার প্রতি দাম বিভিন্ন শহরের ভিত্তিতে আলাদা আলাদা ভাবে দাম বৃদ্ধি করা হয়েছে। তবে এই দাম বৃদ্ধি পেয়েছে কেবলমাত্র ভর্তুকিহীন বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের ক্ষেত্রেই। গৃহস্থালীদের জন্য ব্যবহৃত ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দামে এখনো পর্যন্ত কোন পরিবর্তন আনা হয়নি।

লোকসভা ভোটের মুখে আশা করা হচ্ছিল ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম কমাতে পারে সরকার। অথবা নতুন করে ভর্তুকীর ঘোষণা করতে পারে। তবে দুর্ভাগ্যবশত ১৪.২ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডার নিয়ে কোন ঘোষণাই করতে দেখা যায়নি রান্নার গ্যাস সরবরাহকারী সংস্থাগুলিকে। বরং বাণিজ্যিকভাবে ব্যবহৃত ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বাড়ানো হলো মার্চের শুরুতেই।

আরও পড়ুন 👉 Free Solar Chulha: ধোঁয়াও নয়, গ্যাসের পিছনে টাকা খরচও নয়, এবার রান্নার জন্য কেন্দ্র আনল নতুন ব্যবস্থা

নতুন দাম লাগু হওয়ার পর এখন কলকাতায় ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের পিছনে খরচ করতে হবে ১৯১১ টাকা। গত মাসে যেখানে খরচ করতে হয়েছিল ১৮৮৭ টাকা। হিসেব অনুযায়ী কলকাতায় মার্চ মাসে ১৯ কেজি ওজনের গ্যাস সিলিন্ডারের দাম বাড়লো ২৪ টাকা। জানুয়ারি মাসে দাম আরও অনেক কম ছিল। হিসেব কষলে দেখা যাবে, নতুন বছরে এখনো পর্যন্ত কলকাতায় ১৯ কেজি ওজনের রান্নার গ্যাসের দাম ৪২ টাকার বেশি বৃদ্ধি পেয়েছে।

মার্চ মাসে দিল্লিতে ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের দাম বৃদ্ধি পেল ২৫.৫০ টাকা। এখন দিল্লিতে বাণিজ্যিক রান্নার গ্যাস সিলিন্ডারের পিছনে খরচ করতে হবে ১৭৯৫ টাকা। দিল্লির পাশাপাশি একই পরিমাণ দাম বেড়েছে মুম্বইয়েও। সেখানে এখন ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের পিছনে খরচ করতে হবে ১৭৪৯ টাকা। অন্যদিকে চেন্নাইয়ে দাম বৃদ্ধি পেয়েছে ২৩.৫০ টাকা। সেখানে এখন ১৯ কেজি ওজনের রান্নার গ্যাস সিলিন্ডারের জন্য খরচ করতে হবে ১৯৬০.৫০ টাকা।