ভারতে কবে চালু হতে পারে 5G পরিষেবা, সামনে এলো দিনক্ষণ

নিজস্ব প্রতিবেদন : ভারতের টেলিকম বাজারে বৈপ্লবিক পরিবর্তন এনেছে মুকেশ আম্বানির সংস্থা রিলায়েন্স জিও। তারাই প্রথম ভারতে 4G পরিষেবা চালু করে, পরবর্তীতে সেই পথ অনুসরণ করে অন্যান্য টেলিকম সংস্থাগুলি ধাপে ধাপে 4G পরিষেবা সক্রিয় করতে সক্ষম হয়। তবে বর্তমান যুগে এখন এই 4G পরিষেবাও পুরাতন হয়ে পড়েছে। দেশের মানুষ এখন 5G পরিষেবার দিকে মুখিয়ে রয়েছেন। আর এই 5G পরিষেবা কবে ভারতে চালু হবে তারই আনুমানিক একটি দিনক্ষণ সামনে এসেছে।

সম্প্রতি BusinessLine এর একটি প্রতিবেদনে দাবি করা হয়েছে, আগামী বছরই আমরা ভারতে 5G পরিষেবা আগমণ দেখতে পাবো। আগামী বছর ১৫ই আগস্ট ৭৫তম স্বাধীনতা দিবসের দিন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্বয়ং এই পরিষেবার সূচনা করতে পারেন। পাশাপাশি এই রিপোর্টে দাবি করা হয়েছে, দেশজুড়ে এই 5G প্রযুক্তি বিস্তারের ক্ষেত্রে কাজ করবে স্থানীয় সফটওয়্যার নির্মাতারা। তবে এই 5G স্পেক্ট্রাম কবে নিলাম করা হবে তা সম্পর্কে এখনো কিছু জানা যায়নি।

5G পরিষেবার দৌঁড়ে সবার প্রথমে থাকতে পারে মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স জিও, তারপর থাকতে পারে দেশের আরও এক অন্যতম টেলিকম সংস্থা এয়ারটেল, এমনটাই মনে করছেন তিনি বিশেষজ্ঞরা। ইতিমধ্যেই এই দুই টেলিকম সংস্থার পরীক্ষামুলকভাবে 5G পরিষেবার সফল ব্যবহার হয়েছে। এর পাশাপাশি ভোডাফোন আইডিয়া এবং রাষ্ট্রায়ত্ত টেলিকম সংস্থা এমটিএনএল খুব তাড়াতাড়ি ট্রায়াল শুরু করবে বলেও জানা যাচ্ছে।

5G প্রযুক্তি ব্যবহারের ক্ষেত্রে মুকেশ আম্বানির টেলিকম সংস্থার রিলায়েন্স জিও দেশীয় প্রযুক্তির উপরেই আস্থা রেখেছে বলে জানা যাচ্ছে। একই সাথে তারা এরিকসন, স্যামসাং এবং নোকিয়ার মত গিয়ার ভেন্ডারদের সাথে কাজ করছে। এয়ারটেল তাদের 5G পরিষেবা আনার জন্য টাটার সাথে হাত মিলিয়েছে। এছাড়াও এরিকসনের মত গিয়ার ভেন্ডারদের সাথে কাজ করছে।