সময়ের পরিবর্তনের সাথে টাকা পয়সা লেনদেনের ক্ষেত্রেও উন্নতি হয়েছে। খুচরো পয়সার ঝুট ঝামেলা এড়াতে এই ডিজিটাল যুগে অনলাইনে লেনদেনের হার ক্রমশই বৃদ্ধি পাচ্ছে। আর এবার বেসরকারি সংস্থার কর্মীদের মুখে হাসি ফোটাতে কেন্দ্রের তরফে এক নয়া উদ্যোগ সামনে এসেছে। জানা গিয়েছে, এবছরের মে-জুন মাস থেকে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড থেকে ইউপিআইয়ের সাহায্যে সরাসরি টাকা তুলতে পারবেন কর্মীরা।
ইতিমধ্যেই এই সম্পর্কিত যাবতীয় প্রয়োজনীয় অনুমোদন নরেন্দ্র মোদী সরকারের তরফে ইউপিআইয়ের নিয়ন্ত্রণকারী সংস্থা ন্যাশনাল পেমেন্টস কর্পোরেশন অফ ইন্ডিয়াকে দেওয়া হয়েছে। বেশ কিছুদিন পূর্বে কেন্দ্রীয় শ্রমসচিব সুমিতা দাওরা বিষয়টি নিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে তার মন্তব্য ব্যক্ত করেন। তিনি জানিয়েছেন, ‘‘মে মাসের শেষে অথবা জুন মাসের শুরু থেকে এমপ্লয়িজ় প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজ়েশনর গ্রাহকরা ইপিএফ থেকে টাকা তোলার ক্ষেত্রে অতিরিক্ত সুবিধা উপভোগ করতে পারবেন। ইউপিআইয়ের মাধ্যমে সহজেই এই তহবিলের গচ্ছিত অর্থ দেখতে পাবেন তারা।”
শ্রমসচিব দাওরা আরও মন্তব্য করেছেন, “এক লক্ষর বেশি টাকা তুলতে পারবেন না ইপিএফও গ্রাহকেরা। এক লক্ষ পর্যন্ত টাকা তোলা সম্ভব। নিজের ইচ্ছামতো সেই টাকা পাঠানো যাবে ব্যাংকে।’’ অন্যদিকে, কেন্দ্রের পক্ষ থেকে খুব শীঘ্রই এটিএমের সাহায্যে প্রভিডেন্ট ফান্ড তহবিল থেকে টাকা তোলার সুবিধা চালু হতে চলেছে। কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের তরফে ইউপিআইয়ের পাশাপাশি একইসাথে এই পরিষেবাও চালু করা হবে বলে খবর ভেসে আসছে। প্রভিডেন্ট ফান্ডের সঙ্গে ইউপিআইয়ের এই নয়া সংযোগকে ইপিএফওর সংস্কার কর্মসূচি বলে মন্তব্য করেছেন আর্থিক বিশ্লেষকদের অনেকে। আশা করা হচ্ছে এই পরিষেবার মাধ্যমে ৭৪ লক্ষ গ্রাহক সুবিধা উপভোগ করতে পারবেন।
বিগত বছরগুলি ধরেই শ্রম মন্ত্রক গ্রাহকদের বাড়তি সুবিধা জোগাতে ইপিএফওর ডিজিটাল সিস্টেমগুলি পুনর্গঠনে গুরুত্ব আরোপ করেছে। যদিও এই কাজে ভালো সহায়তা মিলছে রিজ়ার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার তরফে। শুধু তাই নয়, বাণিজ্যিক ব্যাঙ্কগুলিও প্রকল্পের সফলতা চেয়ে সহযোগিতার হাত বাড়িয়েছে। এ ব্যাপারে দাওরা মন্তব্য করেছেন, ‘‘ডিজিটালাইজ়েশনের পথে ইপিএফও দ্রুতই এগিয়ে চলেছে। আমরা ১২০টির অধিক সংখ্যক ডেটাবেসকে এক জায়গায় আনতে পেরেছি। যার ফল স্বরূপ এই পরিষেবার মাধ্যমে আবেদনকারীরা তহবিল থেকে মাত্র তিন দিনে টাকা তুলতে পারছেন। ৯৫ শতাংশ আবেদন স্বয়ংক্রিয় প্রক্রিয়ার মাধ্যমে করা সম্ভব হচ্ছে।’’