Mobile Phone Exports: প্রযুক্তির দিক থেকে বর্তমানে ভারত বিশ্বে নিজের স্থান মজবুত করেছে। বিশ্ববাজারে রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ভারতের বাজারে তৈরি হওয়া মোবাইল। ভারতীয় মোবাইল তৈরির সংস্থাগুলো তৈরি করেছে নতুন মাইলস্টোন। জানলে অবাক হয়ে যাবেন যে, চলতি বছরের জানুয়ারি মাসে ভারতে তৈরি মোবাইল বিশ্বের বাজারে ১.৫ লক্ষ কোটি রপ্তানি করা হয়েছে। এই তথ্যটি ভারতীয়দের পক্ষে সত্যি গর্বের। ভারতে তৈরি মোবাইল শিল্প ভবিষ্যতের বিশ্ববাজারে এক নতুন জায়গা করে নেবে।
ভারতীয় মোবাইল তৈরির সংস্থাগুলো যেভাবে উন্নতি করছে তাতে ভবিষ্যতে বিদেশে রপ্তানির (Mobile Phone Exports) হার আরো বাড়বে। ভারতীয় মোবাইল তৈরির শিল্প আগামী দিনের আরো উন্নতি সাধন করবে সেটাই স্বাভাবিক। চলতি বছরে এই শিল্পে ৫,১০,০০০ কোটি টাকার টার্গেট রাখা হয়েছে। মোবাইল শিল্পে ভারত বিশ্ববাজারে ক্রমশই আত্মনির্ভর হয়ে উঠছে, ভারতে তৈরি মোবাইল বিশ্বের বাজারে যে কতটা স্থান নিয়েছে সেটাও সামনে এসে গিয়েছে।
যত দিন এগোচ্ছে ততই রপ্তানির পরিমাণ বৃদ্ধি পাচ্ছে ভারতীয় বাজার থেকে। বিগত বছর থেকে এই হার আরো বৃদ্ধি পাবে সেটা স্পষ্ট বোঝা যাচ্ছে। গোটা বিশ্বের কাছে জায়গা করে নিয়েছে ভারতের তৈরি মোবাইল ফোন। এর চাহিদাও বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশে। ভারতীয় মোবাইল শিল্পের সফর কিন্তু এখানেই শেষ নয়। বরং যত দিন যাবে ততই উন্নত হবে, এছাড়াও বিভিন্ন জায়গা থেকে আসবে আরো সুযোগ। ভারতের বাজারে মোবাইলের যন্ত্রাংশ তৈরিতে জোর দেওয়া হয়েছে তাই আগামীদিনে এই পরিস্থিতি আরও উন্নতি ঘটবে।
আরও পড়ুন: শীঘ্রই কর্মী নিয়োগ করবে টেসলা, সম্পন্ন হয়েছে মোদি-মাস্ক বৈঠক
এমনকি কেন্দ্রীয় সরকার বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে এ বিষয়টি নিয়ে। ভারতে তৈরি মোবাইল যাতে বিশ্বের দরবারে আরও ব্যবসা করতে পারে সেটাই কেন্দ্রীয় সরকারের প্রধান লক্ষ্য। এর ফলে ভারতের অর্থনীতি আরো মজবুত হবে। অনুমান করা হচ্ছে যে, আগামী কয়েক বছরের মধ্যে ভারত মোবাইল ফোন তৈরিতে অনেক বেশি আত্মনির্ভর হয়ে যাবে। ভারতে যত শিল্প বৃদ্ধি পাবে ততই বেকারত্বের সংখ্যা কমে কর্মসংস্থান বৃদ্ধি পাবে।
মোবাইল ফোনের জন্য ভারত এতদিন পর্যন্ত নির্ভর করত প্রতিবেশী রাষ্ট্র চিনের ওপর। চিনের থেকে আসা মোবাইল ফোন এবং মোবাইল ফোনের যন্ত্রাংশ নিয়ে নানারকম বিতর্ক ও সমস্যা সৃষ্টি হয়েছিল। সেই কারণেই ভারত আস্তে আস্তে সেই পথ থেকে সরে এসে আত্মনির্ভর হচ্ছে। এখন সম্পূর্ণ দেশীয় পদ্ধতিতে মোবাইল ফোন তৈরি করে ভারত নিজের আলাদা পরিচিতি তৈরি করেছে। রপ্তানির (Mobile Phone Exports) পরিমাণ বৃদ্ধি পেয়েছে আগের থেকে অনেক বেশি এবং এটাই ভারতের মোবাইল শিল্পের উন্নতির পরিচয়।