Vande Bharat Express: সেমি হাই স্পিড বন্দে ভারতের শেষ বগিতে ‘X’ চিহ্নটি কেন থাকে না জানেন?

সময়ের পরিবর্তনকে সাক্ষী রেখে ভারতীয় রেল যে দ্রুততার সঙ্গে উন্নতির শীর্ষে এগিয়ে চলেছে তাতে করে ভারতীয় রেলকে দেশের লাইফ লাইন আখ্যা দিলে ভুল কিছু হয় না। দেশের বুকে প্রতিদিন দাপিয়ে বেড়ায় হাজার হাজার ট্রেন। দেশের অন্যতম ভরসাযোগ্য পরিবহন মাধ্যম রেলে রোজ লক্ষ লক্ষ যাত্রী একপ্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়ায়। দেশে বসবাসকারী সর্বস্তরের মানুষের চাহিদার কথা মাথায় রেখে উন্নত পরিষেবা প্রদান করে চলেছে রেল।

নিত্যযাত্রীদের জন্য একদিকে যেমন ছুটে চলেছে লোকাল ট্রেন, এক্সপ্রেস ট্রেন। অন্যদিকে আবার ডিজিটাল যুগে সেমি হাই স্পিড ট্রেনের পরিষেবাও উপভোগ করছেন যাত্রীরা। তবে লক্ষ করলে দেখতে পাবেন অন্যান্য ট্রেনের পিছনে ‘X’ চিহ্নটি রয়েছে, কিন্তু এই প্রিমিয়াম বন্দে ভারত এক্সপ্রেসে তা নেই। কী কারণে বন্দে ভারতে এই ‘X’ চিহ্নটি থাকেনা তা এই প্রতিবেদনের মাধ্যমে তুলে ধরব।

আরও পড়ুন: Sourav Ganguly: ফের রাজার আসনে সৌরভ গঙ্গোপাধ্যায়! ICC এর বড় পদে জায়গা করে নিলেন তিনি

একথা সত্যি যে ট্রেনের নিরাপত্তার দিক থেকে এই ‘X’ চিহ্নটি বড় ভূমিকা রাখে এবং যেকোনো রুটে চলমান ট্রেনগুলিকে দুর্ঘটনা হাত থেকে বাঁচায়। ট্রেনটি যে চলে গিয়েছে তা স্টেশনে উপস্থিত লোকজন ও যাত্রীদের যাতে সহজে বোধগম্য হয় সেই কারণেই ট্রেনের শেষ কোচে এই চিহ্নটি তৈরি করা হয়। অন্যদিকে যদি কোনও ট্রেনে এই চিহ্নটির দেখা না মেলে সেক্ষেত্রে এটি রেল কর্মকর্তাদের জন্য এক ধরণের সতর্কতা সংকেত হিসেবে কাজ করবে।

তারা বুঝতে পারবেন যে ট্রেনের পিছনের বগিগুলি আলাদা হয়ে গেছে।তারপর রেলওয়ের তরফে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হয়। সাধারণত, দূর থেকে বোঝার সুবিধার্থে এই চিহ্নটি হলুদ বা সাদা রঙে লেখা হয়ে থাকে। এখন প্রশ্ন একটাই যে অত্যাধুনিক বন্দে ভারত ট্রেনে এই ‘X’ চিহ্নটি নেই কেন? তবে কী নিরাপত্তার উর্ধে এই ট্রেন?ঠিক তা নয়, আসলে বন্দে ভারত এক্সপ্রেসকে সকল রকমের সুরক্ষার চাদরে একবারে মুড়ে ফেলা হয়েছে।

বন্দে ভারত ট্রেনটি সম্পূর্নভাবে সংযুক্ত হওয়ায় এবং ট্রেনটি উভয় দিকে সহজে চলাচলের কারণে এই ট্রেনে ‘X’ চিহ্ন থাকার প্রয়োজন নেই। তাই এই ট্রেনে কোনও ‘X’ চিহ্ন এর দেখা মেলে না। উল্লেখ্য, বন্দে ভারত এক্সপ্রেস প্রযুক্তিগত দিক থেকে যেমন অন্যান্য ট্রেনকে ছাপিয়ে গিয়েছে ঠিক তেমনই এটি নিরাপত্তা এবং পরিচালনার ক্ষেত্রেও যথেষ্ট জোড় দেয়। এই ট্রেনটি ভারতীয় রেলের এক যুগান্তকারী সৃষ্টি বলে মনে করা হয়।