লাল্টু: রাতারাতি উধাও হয়ে গেল একটি পেট্রোল পাম্প। যে পেট্রোল পাম্পে মাত্র কয়েক ঘণ্টা আগেও বিভিন্ন যানবাহন জ্বালানি ভরে নিয়ে যেত, সেই পেট্রোল পাম্প আর নেই। রাস্তা দিয়ে যারা যাতায়াত করছেন তারাও দেখে অবাক। কেনই বা অবাক হবেন না? কেননা এইভাবে রাতারাতি একটি পেট্রোল পাম্প, পেট্রোল পাম্পের মেশিনপত্র উধাও হয়ে যেতে পারে এটাই তাদের ভাবাচ্ছে! এখন ওই পেট্রোল পাম্পে রয়েছে কিছু মাটির স্তুপ, আর সেই মাটির স্তুপ দেখে স্থানীয়রা বুঝতে পারছেন এখানেই ছিল জ্বালানি ভরার মেশিনটি। রাতারাতি পেট্রোল পাম্প উধাও হওয়ার ঘটনাটি ঘটেছে ঠিক লোকপুর থানার সামনে।
রাতারাতি পেট্রোল পাম্প উধাও হওয়ার পাশাপাশি ওই পেট্রোল পাম্পের যিনি মালিক অর্থাৎ আনারুল হকের বিরুদ্ধে মামলাও রুজু হয়েছে। কারণ ওই পেট্রোল পাম্পটি ছিল একটি মিনি পেট্রোল পাম্প এবং এই ধরনের মিনি পেট্রোল পাম্প সম্পূর্ণ বেআইনি।
আরও পড়ুন: Jan Ahaar: ১০০ বা ১৫০ নয়, মাত্র ১৫ টাকায় মিলবে পেট ভরা খাবার! শিয়ালদহ স্টেশনে চোখ ধাঁধানো ব্যবস্থা
ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের dsp স্বপন চক্রবর্তীর কাছে ওই পেট্রোল পাম্পের বিষয়ে খবর যায়। পেট্রোল পাম্পের বিষয়ে খবর যাওয়ার পরই তিনি আচমকা ওই পেট্রোল পাম্পে হানা দেন। পেট্রোল পাম্পে হানা দেওয়ার মুহূর্তে পুলিশ দেখে ওই পেট্রোল পাম্পে থাকা কর্মীরা পালিয়ে যান। আর তারপর দিনই পেট্রোল পাম্পের সমস্ত যন্ত্রপাতি, বোর্ড সরিয়ে ফেলা হয়। কয়েক ঘন্টা আগে পর্যন্ত থাকা পেট্রোল পাম্প এখন খা খা করছে। আবার যারা ওই পেট্রোল পাম্পে এতদিন পেট্রোল বা ডিজেল ভরাতে আসতেন তারা পুরো ঘটনা দেখে রীতিমত অবাক হয়ে পড়েছেন।
লোকপুর থানার সামনে থাকা বেআইনি মিনি পেট্রোল পাম্পের এইভাবে উধাও হওয়ার ঘটনায় স্থানীয় বাসিন্দারা যেমন অবাক, ঠিক সেই রকমই আবার তারা প্রশ্নও তুলছেন, যদি ওই পেট্রোল পাম্প অবৈধ বা বেআইনি ছিল তাহলে এতদিন কিভাবে পুলিশের নাকের ডগায় রমরমিয়ে ব্যবসা চালাচ্ছিল!