Rohit Sharma: ক্রিকেটপ্রেমীদের কাছে আইপিএলের গুরুত্ব অনেক বেশি, তারা গোটা এক বছর অপেক্ষা করে থাকে এই আইপিএলের জন্য। তবে চলতি বছরে নিজস্ব ফর্মে নেই বেশ কিছু ক্রিকেটার। তালিকায় সর্বপ্রথমেই যে নামটি রয়েছে সেটি হল রোহিত শর্মা। আইপিএল ম্যাচে যে ধরনের পারফরম্যান্স দেখানোর দরকার তা দেখাতে পারছেন না রোহিত শর্মা। আইপিএল ম্যাচে রোহিতের এই ধরনের পারফর্মেন্সের আসল কারণ কি?
কেন নিজস্ব ছন্দে নেই রোহিত শর্মা (Rohit Sharma)?
এই বছর আইপিএলে বারবার ইমপ্যাক্ট প্লেয়ার হিসেবে সুযোগ পাচ্ছেন তিনি। ভারতীয় মহিলা দলের প্রাক্তন ক্রিকেটার আঞ্জুম চোপড়া এই পরিস্থিতি সম্পর্কে বলেছেন যে, রোহিতের লাগাতার ব্যর্থতা মুম্বাই ইন্ডিয়ান্সকে সঠিক সূচনা করতে দিচ্ছে না। মুম্বাই ইন্ডিয়ান্স এর মত একটি গুরুত্বপূর্ণ দলের কাছ থেকে এই ধরনের পারফরম্যান্স আশা করে না ক্রিকেট ভক্তরা।
আইপিএলে রোহিতের ছন্দপতন
আইপিএল ২০২৫ এ রোহিতের (Rohit Sharma) যে ধরনের পারফরম্যান্স দেখানো উচিত ছিল তা কোনটাই দেখাচ্ছেন না তিনি। বলা যেতে পারে তার যেন ছন্দপতন ঘটেছে। তাই তো আঞ্জুম চোপড়া বলেছেন, ছন্দে না থাকা কোন অপরাধ নয়। তবে রোহিত রানে না থাকায় মুম্বাই ইন্ডিয়ান্স যে শুরুটা করতে চাইছে তা পারছে না। আঞ্জুম বলেছেন প্রয়োজনে রোহিতকে পরে নামানোর সিদ্ধান্ত নেওয়া হোক। যাদের পারফরম্যান্স রোহিতের তুলনায় অনেক গুণ ভালো তাদেরকে সুযোগ দেওয়া হোক আগে। এরপরই তিনি বলেছেন, অফ ফর্ম এর সবথেকে বড় কারণ নয়। রোহিতের শুরুটা ভাল হচ্ছে না। রোহিত যদি একবার ভালোভাবে শুরু করতে পারেন তাহলে তাকে থামানো মুশকিল হয়ে যাবে।
আরও পড়ুন: ফের রাজার আসনে সৌরভ গঙ্গোপাধ্যায়! ICC এর বড় পদে জায়গা করে নিলেন তিনি
কবে নিজস্ব ছন্দে ফিরবেন রোহিত শর্মা (Rohit Sharma) ?
আঞ্জুম চোপড়া আরো বলেছেন যে, আইপিএল হোক বা বিশ্বকাপ, সেরা ব্যাটার যদি সঠিক রান করতে না পারে তাহলে তা সবথেকে বড় সমস্যার বিষয়। অনেকেই এই জায়গা থেকে বেরিয়ে আসে। অনেকেই কিন্তু এই কঠিন জায়গা থেকে নিজেকে বার করতে পারে না। তবে আঞ্জুম মনে করছেন রোহিত (Rohit Sharma) খুব শীঘ্রই নিজেকে এই জায়গা থেকে বার করে নিয়ে আসবে এবং রানে গতি আনবে।
কোন স্থানে রয়েছে মুম্বাই ইন্ডিয়ান্স?
প্রসঙ্গত উল্লেখ্য যে চলতি বছরের আইপিএলে এখনো পর্যন্ত মুম্বাই ইন্ডিয়ান্স ছয় ম্যাচ খেলে দুটিতে পয়েন্ট চার। এছাড়াও পয়েন্ট টেবিলে রয়েছে সাত নম্বরে। ইতিহাসের পাতা উল্টালেই দেখা যাবে যে মুম্বাই ইন্ডিয়ান্স পাঁচবারের আইপিএল জয়ী এবং তাদের ছন্দে না থাকা সত্যিই আশ্চর্যের বিষয়। বিশেষ করে রোহিতের (Rohit Sharma)খারাপ ফর্ম এর জন্য অনেকাংশে দায়ী।