Rail News: ট্রেনে বসলো এটিএম মেশিন! এবার এক নিমিষেই চলন্ত ট্রেনে তোলা যাবে টাকা

ভারতীয় রেল যেন যাত্রীদের জন্য উপকারের পসরা সাজিয়ে বসেছে! দিন যত এগোচ্ছে ততই যেন ঝুলি থেকে একের পর এক নতুন উদ্যোগ বেরিয়ে আসছে। ভারতীয় রেলের তরফে সম্প্রতি এমনই এক নয়া উদ্যোগ প্রকাশ্যে এসেছে। হাতে বেশি টাকা না থাকলেও আর চিন্তা নেই। কারণ এবার থেকে চলন্ত ট্রেনেই টাকা তুলতে পারবেন যাত্রীরা। এই অসম্ভবকেই এবার সম্ভব করেছে ভারতীয় রেল। এই প্রথম চলন্ত ট্রেনে বসানো হয়েছে এটিএম মেশিন।

সুত্র মারফত জানা গিয়েছে, দারুণ এই পরিষেবা মিলবে মুম্বই-মনমাড পঞ্চবতী এক্সপ্রেসে। মুম্বই-মনমাড পঞ্চবতী এক্সপ্রেস ১২১০৯ এই ট্রেনটি নিয়মিত মুম্বাইয়ের ছত্রপতি শিবাজী মহারাজ টার্মিনাস থেকে রওনা দেয় এবং মনমাড জংশনে এসে থামে। এই ট্রেনটির এসি চেয়ার কারে সদ্য বসানো হয়েছে এটিএম মেশিন। এই ট্রেনটি গোটা সফর সম্পন্ন করতে সময় নেয় প্রায় ৪ ঘন্টা ৩৫ মিনিট। সুদীর্ঘ এই যাত্রা পথে বিশেষ পরিষেবা প্রদানের লক্ষে এই প্রযুক্তি চালু করা হয়েছে।

আরও পড়ুন: ফের বীরভূমের নাম পৌঁছে গেল দেশের কোণায় কোণায়! পুরো গল্প অনুপ্রেরণা যোগাবে আপনাকেও

যদিও এই নতুন এটিএম মেশিনটি ট্রেনে স্থাপন করা মোটেই সহজ কাজ ছিল না। এই মেশিন বসানোর জন্য মুম্বই মনমাড জংশনে রুটে চলাচল করা এই ট্রেনের একটি কোচে নির্দিষ্ট কিছু বদল আনা হয়েছে। মনমাড রেলওয়ে ওয়ার্কশপে কোচটিকে আপগ্রেড বা উন্নত করা হয়েছে। তারপর জরুরি পরিকাঠামো তৈরি করা হয় এটিএম মেশিন স্থাপন করার জন্য। সূত্র মারফত জানা গিয়েছে, ট্রেনের কোচের পিছন দিকে এটিএম মেশিনটি স্থাপন করেছে রেল। সেখানে মূলত স্বল্প একটি জায়গার প্যান্ট্রি স্পেস থাকে। ওই জায়গায় তৈরি হয়েছে একটি ছোট কিউবিকল যেটি বাইরে থেকে শাটার দরজা দিয়ে সুরক্ষিত রয়েছে।

অন্যদিকে, ট্রেন চলাচলের সময় যাতে মেশিনটি কোনও ত্রুটি ছাড়া কাজ করতে পারে, সেই জন্য বিশেষ বিদ্যুৎ সংযোগ এর ব্যবস্থাও রয়েছে। এই পরিষেবা প্রদানের সঙ্গে যুক্ত রয়েছে ব্যাঙ্ক অফ মহারাষ্ট্র। এই এসি কোচে তাদের এটিএম মেশিন স্থাপন করা হয়েছে। রেল কর্তৃপক্ষ ট্রায়াল এর সাফল্যের ওপর নির্ভর করে অন্য যাত্রীবাহী ট্রেনেও এই এটিএম পরিষেবা চালু করতে পারে। যেকোনো জরুরি পরিস্থিতিতে টাকা তোলার ক্ষেত্রে এই পরিষেবা অত্যন্ত কার্যকরী ভূমিকা পালন করবে। একথা সত্যি যে রেল ও ব্যাঙ্কের যৌথ উদ্যোগ ছাড়া এই নয়া ব্যবস্থা কোনোভাবেই বাস্তবতার ছোঁয়া পেত না।