মিনি পেট্রোল চালাচ্ছেন? কি কি হতে পারে?

লাল্টু: মিনি পেট্রোল পাম্পে হানা দিয়ে কেবল পেট্রোল পাম্প বন্ধ নয়, এর পাশাপাশি এই ধরনের কাজের সঙ্গে যারা যুক্ত তাদের বিরুদ্ধেও আইনি পদক্ষেপ নেওয়া হচ্ছে। এমনটাই দেখা গেল বীরভূমে। বীরভূমের খয়রাশোল ব্লকের লোকপুর থানার সামনে মাস কয়েক ধরে একটি অবৈধ মিনি পেট্রোল পাম্প চলছিল। যে মিনি পেট্রোল পাম্পে ইনফোর্সমেন্ট ডিপার্টমেন্টের ডিএসপি স্বপন চক্রবর্তী হানা দিয়েছিলেন এবং তারপরেই রাতারাতি ওই পেট্রোল পাম্প উধাও হয়ে গিয়েছিল। এবার ওই পেট্রোল পাম্পের একজন কর্মীকে গ্রেপ্তার করল পুলিশ। গ্রেফতার হওয়া ব্যক্তির নাম মদন খান। দুবরাজপুরের আগোয়া গ্রামের বাসিন্দা মদন খানকে গ্রেপ্তার করার পর তাকে শুক্রবার দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন। পুলিশ এখন ওই মিনি পেট্রোল পাম্পের মালিককে খুঁজে বেড়াচ্ছে। তিনি এখনো পুলিশের হাতের নাগালের বাইরে রয়েছেন। এখানেই অনেকে প্রশ্ন তুলছেন, থানার সামনে যেখানে অবৈধভাবে মিনি পেট্রোল পাম্প চলতো, সেই মিনি পেট্রোল পাম্পের মালিককে কেন এখনো ধরতে পারল না পুলিশ?