লাল্টু: দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের ডিহিপাড়া গ্রামে একটি বাড়িতে চুরির ঘটনায় দুবরাজপুর থানার পুলিশ তদন্ত নেমে চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরেই ভিন রাজ্য ও ভিন জেলা থেকে গ্রেপ্তার করল তিনজনকে।
দুবরাজপুর থানার পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৮.২.২৫ তারিখে দুবরাজপুরের বালিজুড়ি গ্রাম পঞ্চায়েতের ডিহিপাড়া গ্রামের শেখ আলেনূরের বাড়িতে চুরি হয়। চুরি যায় সোনার অলংকার, মোবাইল ও নগদ টাকা সহ আরও অনেক কিছু। এরপর দুবরাজপুর থানার পুলিশ তদন্তে নেমে চুরি যাওয়া মোবাইলের সূত্র ধরেই ভিন রাজ্য ও ভিন জেলা থেকে তিনজনকে গ্রেফতার করে। দুবরাজপুর থানার পুলিশ প্রথমে দীপেন বাদ্যকর নামে ঝাড়খণ্ডের এক জনকে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক দুদিনের দুদিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেন। এরপর দুবরাজপুর থানার পুলিশ দীপেন বাদ্যকরকে দীর্ঘ জিজ্ঞাসাবাদ করে বিজয় বাদ্যকর ও শেখ অস্ফির নামে পশ্চিম বর্ধমানের জামুরিয়া থেকে দুজনকে গ্রেফতার করে। শুক্রবার তাদের দুবরাজপুর আদালতে তোলা হলে বিচারক জেল হেফাজতের নির্দেশ দেন।