Martibhumi Local: মাতৃভূমি লোকালে এবার যাতায়াতের অধিকার পাবেন পুরুষ যাত্রীরাও! কটা কামরা পাবেন তারা?

দক্ষিণবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ ও ব্যস্ততম রেল স্টেশন হল শিয়ালদহ। রোজ বহু যাত্রীর ভিড় জমে এই স্টেশন চত্বরে। সম্প্রতি শিয়ালদহ ডিভিশনে লেডিস কামরার সংখ্যা বাড়ানোর বিষয়কে কেন্দ্র করে ক্ষোভের সৃষ্টি হচ্ছিল। রেলের তরফে সমগ্র বিষয়টির ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। আর তারপরেই পূর্ব রেল পুরুষ যাত্রীদের কথা মাথায় রেখে সুখবর নিয়ে এসেছে। এবার থেকে মাতৃভূমি লোকালে যাতায়াত করতে পারবেন পুরুষরাও। এখন শিয়ালদা ডিভিশনে মোট বারোটি লেডিস স্পেশাল ট্রেন চলাচল করে।

ইতিমধ্যেই রেলের তরফে এই ট্রেনগুলিতে একটি করে যাত্রী সমীক্ষা বা সার্ভে করা শুরু হয়ে গিয়েছে। সমীক্ষার ফলাফল এর ওপরে ভিত্তি করে পূর্ব রেল এই সিদ্ধান্ত নিয়েছে। মহিলাদের পাশাপাশি পুরুষরা এবার থেকে মাতৃভূমি লোকালের চারটি নির্দিষ্ট কামরায় যাতায়াত করতে পারবেন। নিত্য যাত্রীদের যাতায়াতের সুবিধার্থে ট্রেনের কামরা সংখ্যা ৯ থেকে বাড়িয়ে ১২টি করা হয়েছে, অন্যদিকে মহিলা মহলের দাবিকে মান্যতা দিয়ে বাড়ানো হয়েছে মহিলা কামরার সংখ্যা। ট্রেনের দুটো ভেন্ডরের সঙ্গে যুক্ত আধ কামরা জেনারেলকে লেডিস করে দেওয়া হয়েছে।

আরও পড়ুন: RBI Penalty: মোটা অংকের জরিমানায় ঘায়েল এই তিন ব্যাঙ্ক! কী জানালো আরবিআই?

তবে ইদানিং কালে লোকাল ট্রেনে মহিলা কামরা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্তের পরেই পুরুষ যাত্রীদের তরফে আশোকনগর, বারাসত প্রভৃতি স্টেশনে ব্যাপক বিক্ষোভ দেখানো হয়েছিল। তাদের তরফে দাবি উঠেছিল, মহিলা কোচ সংখ্যা বাড়ানোর ফলে সাধারণ কোচের সংখ্যা কমে যাবে। এই পরিস্থিতিকে সামাল দিতে পূর্ব রেল নতুন সিদ্ধান্তে এসেছে। তবে মাতৃভূমি লোকালের কোন কামরায় পুরুষরা যাতায়াতের অধিকার পাবেন তা পরবর্তীতে রেলের তরফে স্পষ্ট করে দেওয়া হবে। পূর্ব রেলের শিয়ালদার সিনিয়র ডিসিএম যশরাম মীনা সংবাদমাধ্যমকে সরাসরি জানিয়েছেন, ‘বেশ কিছুদিন ধরে মহিলাদের যাতায়াতের জন্য যে বারোটি ট্রেন রয়েছে সেগুলিতে সমীক্ষা শুরু করা হয়েছে।

সাতদিনের সমীক্ষার ফলাফল এর ওপরে নজর রেখে এই বিষয়ে সর্বশেষ সিদ্ধান্ত নেবে রেল।’ পূর্বে একাধিকবার পুরুষ যাত্রীদের তরফে মাতৃভূমি স্পেশালের কামরা ফাঁকা থাকে বলে প্রতিবাদ উঠেছিল। এবার তাদের দাবিকেই গুরুত্ব সহকারে দেখছে রেল। সংবাদমাধ্যম সূত্রে খবর, মাতৃভূমি লোকালে পুরুষ যাত্রীদের যাতায়াতের সিদ্ধান্ত কার্যকর হলে মাঝের চারটি কামরায় তারা যাতায়াতের অধিকার পাবেন। মোট ১২ কামরার ট্রেনে শুরুর চারটি ও শেষের চারটি অর্থাৎ আটটি কামরায় মহিলারা যাতায়াত করতে পারবেন।

উল্লেখ্য, রেলের তরফে এমন একই রকমের সমীক্ষার ফলাফল এর ওপর ভিত্তি করে হাওড়া ডিভিশনে তারকেশ্বর ও ব্যান্ডেল লাইনের মাতৃভূমিতেও চারটি কামরায় পুরুষ যাত্রীদের যাতায়াতের অধিকার দেওয়া হয়। এখন হাওড়া ডিভিশনের তারকেশ্বর ও ব্যান্ডেল লাইনে চারটি লেডিস স্পেশাল ট্রেন চলাচল করছে। এবার শিয়ালদাও এই একই কাজে হাত লাগাতে পারে।