Lower Berth Booking : সময়ের পরিবর্তনকে সাক্ষী রেখে ভারতীয় রেল দ্রুত উন্নতির শিখরে পৌঁছাচ্ছে। গোটা দেশ জুড়ে রেল ব্যবস্থা মাকড়সার জালের মত ছড়িয়ে রয়েছে। প্রতিদিন লক্ষ লক্ষ যাত্রীকে পরিষেবা প্রদান করতে একপ্রান্ত থেকে অন্যপ্রান্তে ছুটে বেড়াচ্ছে রেল। তবে যতই উন্নত মানের পরিষেবা রেল প্রদান করুক না কেন, একটা সাধারণ চাহিদা কিন্তু সর্বস্তরের যাত্রীদের মধ্যে লক্ষ করা যায়।
গন্তব্য দূরে হলে দূরপাল্লার ট্রেনে যাত্রীদের মধ্যে সবচেয়ে বেশি চাহিদা থাকে লোয়ার বার্থ সিটের। বিশেষত, বয়স্ক মানুষদের পায়ের নানান সমস্যার কারণে তারা মিডিল বা আপার বার্থে উঠতে পারেন না। সেক্ষেত্রে লোয়ার বার্থের সিট সেই প্রয়োজন পূরণ করে। আবার ট্রেনের জানলা থেকে বাইরের দৃশ্য উপভোগ করতেও অনেকে লোয়ার বার্থ পছন্দ করেন।
কিন্তু অনেক ক্ষেত্রেই টিকিট কাটার পর দেখা যায় ইচ্ছা থাকলেও লোয়ার বার্থ পাওয়া যায়না। আর তখনই গণ্ডগোল বাঁধে। যদি কোনও যাত্রী জেনারেল কোটায় টিকিট বুক করেন সেক্ষেত্রে লোয়ার বার্থ ফাঁকা থাকার ওপর নির্ভর করছে বয়স্ক মানুষের জন্য সিট পাওয়া যাবে কিনা। এই সমস্যা থেকে সমাধান পেতে, আপনাকে লোয়ার বার্থ বা নির্দিষ্ট কোনও সিট পেতে হলে জেনারেল কোটা না বেছে রিজার্ভেশন চয়েস বুক এর অধীনে টিকিট বুকিং করতে হবে।
এভাবে সহজেই যাত্রীরা তার পছন্দের সিট পেতে পারেন তবে একথাও সত্যি যে অনেক ক্ষেত্রে এই পদ্ধতিতেও পছন্দের সিট মেলেনা যাত্রীদের। রেলওয়ে বলছে জেনারেল কোটায় টিকিট বুকিং করা হলেও ফাস্ট ক্যাম ফর সার্ভ এই নিয়ম মেনেই যাত্রীদের নির্দিষ্ট বার্থ দেওয়া হয় এক্ষেত্রে রেল কর্তৃপক্ষের হাতে কিছু নেই। এ নিয়মেও যদি যাত্রীরা তার পছন্দের লোয়ার সিট না পান তবে টিকিট পরীক্ষকের সঙ্গে যোগাযোগ করতে হবে। ট্রেনে কোন লোয়ার সিট ফাঁকা থাকলে টিটিই যাত্রীকে তা দিয়ে দেবেন।