CISF Recruitment: মাধ্যমিক পাশে চাকরির সুযোগ, এই পদে মিলবে ৬০ হাজারের বেশি বেতন

CISF Recruitment: চাকরিপ্রার্থীদের জন্য বিরাট ঘোষণা কেন্দ্রের। প্রকাশ্যে এলো CISFর বিশিষ্ট পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি। প্রায় হাজারেরও বেশি শূন্য পদে নিয়োগ করা হবে কর্মী। ভারতীয় নাগরিকরা এই পদে আবেদন করতে পারবেন। যোগ্যতা কত লাগবে? মাসিক বেতন কত মিলবে? আবেদন কিভাবে করবেন? কত তারিখের মধ্যেই বা আবেদন পদ্ধতি শেষ করতে হবে? আগ্রহ থাকলে অবশ্যই প্রতিবেদনটি শেষ পর্যন্ত পড়ুন। না হলে স্বপ্নপূরণ হাতছাড়া হবে।

পদের নাম

কেন্দ্র তরফে সিআইএসএফের কনস্টেবল ড্রাইভার পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে।

শূন্য পদ

সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সের এই পদে (CISF Recruitment) মোট শূন্য পদ তৈরি হয়েছে ১১২৪টি। যার মধ্যে ১৬৭টি SC প্রার্থী, ৮৩টি ST প্রার্থী, ৪৬০টি সাধারণ প্রার্থী, ১১৩টি EWS প্রার্থী এবং ৩০৩টি ওবিসি প্রার্থী।

বয়ঃক্রম

উপরে উল্লেখিত পদে আবেদন করতে গেলে প্রার্থীদের বয়স হতে হবে ৪ই মার্চ ২০২৫ অনুযায়ী ২১ থেকে ২৭ বছরের মধ্যে। তবে এক্ষেত্রে সংরক্ষিত শ্রেণীর প্রার্থীদের বয়সের ছাড়পত্র দেওয়া হবে। ওবিসি প্রার্থীদের জন্য ৩ বছর এবং PEDএর জন্য ১০ বছর এবং SC ও STর জন্য ৫ বছর।

শিক্ষার মান

সংশ্লিষ্ট পদে অর্থাৎ সিআইএসএফের (CISF Recruitment) কনস্টেবল ড্রাইভার পদে আবেদন করতে গেলে প্রার্থীর যোগ্যতা লাগবে মাধ্যমিক অর্থাৎ দশম শ্রেণী পাশ। পাশাপাশি প্রার্থীর হালকা মোটরযান বা ভারি মোটরযান অথবা পরিবহন যানের বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। তবেই আবেদন গ্রহণযোগ্য হবে।

মাসিক বেতন

সিআইএসএফের এই পদে যেসব প্রার্থীরা নিযুক্ত হবেন তাদের মাসিক মিলবে মোটা অঙ্কের বেতন। পে লেভেল ৩ অনুযায়ী ২১,৭০০ থেকে ৬৯,১০০ টাকা পর্যন্ত মাস পিছু বেতন মিলবে কর্মীদের।

আবেদন পদ্ধতি

উপরে উল্লেখিত পদে আগ্রহী প্রার্থীরা অনলাইনে আবেদন করতে পারবেন। এর জন্য প্রথমে সিআইএসএফের অফিসিয়াল ওয়েবসাইটে প্রবেশ করতে হবে। সেখান থেকে লগইন অপশনে গিয়ে নিউ রেজিস্ট্রেশন করে প্রয়োজনের নথিপত্র দিয়ে আবেদন পত্র সাবমিট করতে হবে। তাহলেই আবেদন সম্পন্ন হবে।

আরও পড়ুন: ভারতের সেরা ১০টি মেডিকেল কলেজ, এনআইআরএফ র‍্যাঙ্কিং ২০২৪

আবেদন মূল্য

সংশ্লিষ্ট পদে (CISF Recruitment) আবেদনের ক্ষেত্রে এসটি, এসসি পদের প্রার্থীদের কোনো আবেদন মূল্য লাগবে না। তবে সাধারণ প্রার্থী, OBC এবং আদার্স প্রার্থীদের আবেদন মূল্য লাগবে ১০০ টাকা।

নিয়োগ প্রক্রিয়া

মোট ৪টি ধাপে নিয়োগ করা হবে CISFএর কনস্টেবল ড্রাইভার পদে। প্রথমে হবে লিখিত পরীক্ষা, তারপর PET, তারপর ইন্টারভিউ এবং সবশেষে হবে ডকুমেন্ট ভেরিফিকেশন। এই চারটে উত্তীর্ণ হতে পারলেই চাকরি বাঁধা প্রার্থীর।

আবেদনের শেষ তারিখ

বিজ্ঞপ্তি অনুযায়ী ৩রা ফেব্রুয়ারি থেকে শুরু হয়ে গিয়েছে সিআইএসএফের সংশ্লিষ্ট পদে আবেদন। যা চলবে ৪ঠা মার্চ ২০২৫ পর্যন্ত। এই তারিখের পর আর কোনো আবেদন গ্রহণযোগ্য হবে না।

সিআইএসএফের (CISF Recruitment) কনস্টেবল ড্রাইভার পদে চাকরির সংক্রান্ত আরো বিস্তারিত জানতে অনুসরণ করুন অফিশিয়াল ওয়েবসাইট