দীঘায় জগন্নাথ দেবের মন্দির উদ্বোধনের আগেই সমুদ্রে ভেসে এলেন ঠাকুর জগন্নাথ! গত রবিবার থেকে এই নিয়ে হই হই রব শুরু হয়েছে চারদিকে। কেননা যখন দীঘার জগন্নাথ দেব মন্দিরের উদ্বোধন দিন কয়েক পরেই, সেই সময়ই এইভাবে সমুদ্রে জগন্নাথ দেবের মূর্তি ভেসে আসা রীতিমতো অলৌকিক ঘটনা বলেই দাবি করতে দেখা যাচ্ছিল বহু মানুষকে। শুধু দাবি করা নয়, পাশাপাশি সেই জগন্নাথ মূর্তি দেখতে ভিড় জমাচ্ছিলেন পর্যটক থেকে শুরু করে অনেকেই।
রাজ্য সরকারের উদ্যোগে দীঘায় যে জগন্নাথ মন্দির তৈরি হয়েছে সেই মন্দির উদ্বোধন হবে ৩০ এপ্রিল। তার আগে ২৯ এপ্রিল থেকেই শুরু হবে যজ্ঞ। ৩০ এপ্রিল মন্দির উদ্বোধনের দিন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উপস্থিত থাকার সম্ভাবনা রয়েছে।
আরও পড়ুন: Lower Berth Booking : লোয়ার বার্থ বুকিং নিয়ে সমস্যা? এই ট্রিকে মিলবে পছন্দের সিট
এমন পরিস্থিতিতে গত রবিবার সমুদ্রে জোয়ারের সময় জগন্নাথ দেবের কাঠের মূর্তি ভেসে আসা রীতিমত অবাক করে সবাইকে। মন্দির উদ্বোধনের ঠিক দিন কয়েক আগে এমন ঘটনা অবাক করলেও সুনির্দিষ্ট কোন ব্যাখ্যা পাওয়া যাচ্ছিল না। তবে সোমবার ওই মূর্তি ভেসে আসার ব্যাখ্যা মিলল।
দীঘায় জগন্নাথ দেব মন্দিরের উদ্বোধনের ঠিক আগে এইভাবে সমুদ্রে জগন্নাথ ঠাকুরের কাঠের মূর্তি ভেসে আসা এলাকার মানুষদের পাশাপাশি সোশ্যাল মিডিয়া জুড়ে নানা চর্চা শুরু করে। তবে শেষমেষ জানা যায় ওই মূর্তিটি এমনি এমনি ভেসে আসেনি। ওই মূর্তিটি সমুদ্রে ভাসিয়ে দেওয়া হয়েছিল এবং সেটিই পুনরায় জোয়ারের জলে সমুদ্র তীরে ফিরে আসে।
কল্পনা জানা নামে এক মহিলা যিনি ওই মূর্তিটি সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন তিনি জানিয়েছিলেন, মূর্তিটির মধ্যে ক্ষত ছিল আর ক্ষত হওয়া মূর্তি রেখে পুজো করতে নেই বলেই তিনি তা রবিবার দিন দুপুর দুটো নাগাদ সমুদ্রে ভাসিয়ে দিয়েছিলেন। এরপর সেই মূর্তিটি পুনরায় তীরে ফিরে আসে। পরে তিনি সন্ধ্যা বেলায় দেখতে পান এই ঘটনাকে নিয়ে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে বিভিন্ন জায়গায় নানান চর্চা চলছে।