দিল্লির পথে সিউড়ি পৌরসভা! কতটা কি হবে সেটাই দেখার বিষয়

দিল্লির পথে সিউড়ি পৌরসভা! অবাক লাগছে তাই তো! তাহলে চলুন পুরো ঘটনা শুনে নেওয়া যাক।

দিল্লিতে দূষণ রোধের জন্য যানবাহন নিয়ন্ত্রণের ক্ষেত্রে কেজরিওয়ালের সরকার থাকাকালীন জোড় বিজোড় ব্যবস্থা চালু করা হয়েছিল। ঠিক সেই রকমই সিউড়ি পৌরসভারতেও জোড় বিজোড় ব্যবস্থা চালু হচ্ছে। তবে জোড় বিজোড় ব্যবস্থা চালু হচ্ছে কেবলমাত্র টোটোর ক্ষেত্রে।

আরও পড়ুন: Bitan Adhikari Wife: জঙ্গি হামলায় নিহত বিতানের স্ত্রী সোহিনী আসলে কোন দেশের নাগরিক? হঠাৎ কেন এমন অভিযোগ উঠে এলো?

সিউড়ি শহরে প্রতিদিন কয়েক হাজার টোটো যাতায়াত করে থাকে এবং সেই সকল টোটোর কারণে প্রতিনিয়ত যানজট হচ্ছে বলে দাবি। আর এরই পরিপ্রেক্ষিতে সিউড়ি পৌরসভার সিদ্ধান্ত নিয়েছে, শহরে টোটো চালাতে হলে বাধ্যতামূলকভাবে পৌরসভার রেজিস্ট্রেশন থাকতে হবে। রেজিস্ট্রেশন অনুযায়ী যে সকল টোটোর নম্বর জোড়, সেগুলি একদিন চলবে আর বিজোর নম্বর রয়েছে সেরকম টোটোগুলি আরেকদিন চলবে। এইভাবে একদিন একদিন করে টোটো চালানোর অনুমতি দেওয়া হবে।

আগামীকাল অর্থাৎ ২৮ এপ্রিল সোমবার থেকে এই নিয়ম জারি করবে সিউড়ি পৌরসভা। নিয়ম না মানলে ব্যবস্থা গ্রহণ করা হবে হলেও জানানো হয়েছে। এর পাশাপাশি যে সকল দোকানপাট রয়েছে, যেগুলি অবৈধভাবে ড্রেন অথবা সরকারি জায়গা দখল করে রয়েছে সেগুলোরও উচ্ছেদ করা হবে।