বুজিয়ে দেওয়া হচ্ছে আস্ত পুকুর! দায়ী কে! উঠছে নানান প্রশ্ন

লাল্টু: দুবরাজপুর থানার সামনে ও দুবরাজপুর আদালতের পাশে থাকা থানা গড়ে বুজিয়ে ফেলার অভিযোগ। খতিয়ে দেখার আশ্বাস পৌরপ্রধানের। দুবরাজপুর পৌরসভার ১২ নম্বর ওয়ার্ডের ঘটনা। যেখানে থানা ও আদালতে মানুষ বিচার পেতে আসেন সেরকম জায়গায় দিনের বেলায় পুকুর বুঝে ফেলার মত অভিযোগ উঠল আর তাতেই চাঞ্চল ছড়ালো দুবরাজপুর শহরে। দিনের আলোয় জেসিবি মেশিন লাগিয়ে এই ধরনের পুকুর বুঝিয়ে ফেলায় প্রশ্ন চিহ্ন দেখা দিয়েছে। এই নিয়ে সোচ্চার হয়েছেন তৃণমূল ও বিজেপির দুই দলই। বিজেপির পক্ষ থেকে জেলাশাসক, জেলা ভূমি আধিকারিক ও দুবরাজপুরের বিডিও কে ই-মেইল মারফত অভিযোগ জানান।

শুধু তাই নয় পাশাপাশি দুবরাজপুর পৌরসভার ১২ ওয়ার্ডের নোংরা আবর্জনাও ফেলা হয় এই পুকুরে। দীর্ঘদিন ধরে এই কাজ নীরবে হয়ে আসছে।

আরও পড়ুন: Digha Jagannath Dham: জগন্নাথ ‘ধাম’ বলে প্রচারে মুখরিত হচ্ছে গোটা সমুদ্র সৈকত! কেন এই ‘ধাম’ নামে বিতর্ক?

প্রসঙ্গত ২০২২ সালে পুকুর বোজানোর খবর সম্প্রচার হওয়ার পরই জেলাশাসকের নির্দেশে তদন্ত কমিটি গঠন হয়। সেই সময় দুবরাজপুরের বিডিও ও দুবরাজপুরের ভূমি আধিকারিককে তদন্ত করে রিপোর্ট দিতে নির্দেশ দিয়েছিলেন। তারপর কোন এক অজ্ঞাত কারণে তা ঠান্ডা ঘরে চলে যায়।

এখন সবচেয়ে বড় প্রশ্ন কারা এবং কি উদ্দেশ্যে এই পুকুর বোজানোর কাজ নীরবে করে যাচ্ছেন। সকলের চাইছেন তদন্ত হোক। আর তদন্ত করতে গেলে এখন যেটা দরকার সেটা হলো যে জেসিবি মেশিন টা পুকুর বোজানোর কাজ করেছিল তার মালিককে জিজ্ঞাসাবাদ করলেই সব প্রশ্নের উত্তর মিলবে বলে মনে করছেন অনেকেই। দুবরাজপুর পৌরসভা কি পারবে সত্য উদঘাটন করতে, নাকি সর্ষের মধ্যেই ভূত রয়েছে?