General Ticket: রেলের নিয়মে আসছে বদল, জেনারেল টিকিট কেটে ওঠা যাবে না যেকোন ট্রেনে

General Ticket: ভারতীয় রেল হল দেশের পরিবহন ব্যবস্থার অন্যতম গুরুত্বপূর্ণ মাধ্যম। এটিকে দেশের পরিবহন ব্যবস্থার মেরুদন্ড বলা চলে। সাধারণ মানুষের যাতায়াতের এর থেকে ভালো মাধ্যম আর কিছু নেই। ভারতীয় রেলে প্রতিদিন কোটি কোটি মানুষ যাতায়াত করেন। নিত্যদিনে যাতায়াত থেকে শুরু করে দূরপাল্লার যাত্রা সবকিছুর ক্ষেত্রেই মানুষের অন্যতম ভরসার জায়গা হল ভারতীয় রেল। সম্প্রতি মহাকুম্ভ উপলক্ষে ভারতীয় রেলে যে বিভিন্ন দুর্ঘটনা ঘটেছে তারজন্যই নিয়মে আনা হয়েছে বিরাট পরিবর্তন।

সংরক্ষিত কোচ ও অসংরক্ষিত কোচে ভ্রমণ করেন যাত্রীরা। সংরক্ষিত কোচের জন্য আগে থেকে টিকিট বুকিং করতে হয়। তবে বহু যাত্রী এমন আছেন যারা এই নিয়ম পালন করেন না। অর্থাৎ সাধারণ টিকিট কেটেও যাত্রা করছেন সংরক্ষিত কামরায়। যারা সংরক্ষিত কামরায় ভ্রমণ করেন তাদের আগে থেকে টিকিট বুক করতে হয়। যেমন- থার্ড এসি, সেকেন্ড এসি, স্লিপার, সেকেন্ড সিটিং ইত্যাদি। কিন্তু যারা জেনারেল কামরায় এতদিন পর্যন্ত যাত্রা করছিল তাদের জন্য এই নিয়ম এতদিন এতটা কড়াকড়ি ছিল না।

জানেন কি যাত্রীরা সহজেই রেল স্টেশনে পৌঁছেই জেনারেল টিকিট কাটতে পারত? এমন বহু যাত্রী আছে যারা এভাবেই এতদিন যাত্রা করেছে। বহু যাত্রীই জেনারেল কোচে যাতায়াত করেন। কিন্তু এবার সেই জেনারেল টিকিটের (General Ticket) ক্ষেত্রে নিয়মে কিছু বদল আনা হতে পারে। মানুষের সুবিধার কথা মাথায় রেখেই এই সিদ্ধান্ত।

আরও পড়ুন: সবুজ পাহাড়ের নিচে প্রবাহিত গঙ্গা, প্রাকৃতিক স্বর্গ সুখ নিমিষেই ভুলিয়ে দেবে কষ্ট, ঘুরে আসুন এই জায়গা থেকে

নয়া দিল্লি রেল স্টেশনে মহাকুম্ভের জন্য প্রবল ভিড়ের সৃষ্টি হয়েছে এবং ঘটেছে পদপিষ্ট হওয়ার ঘটনা। দুর্ঘটনায় ১৮ জন প্রাণ হারিয়েছেন। এই দুর্ঘটনার তদন্ত করা হচ্ছে। এই কারণেই ভারতীয় রেল গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে জেনারেল টিকিটের (General Ticket) নিয়ম পরিবর্তন করা হবে এমনটাই জানানো যাচ্ছে।

তবে সমস্যা এড়ানোর জন্য এবার থেকে জেনারেল টিকিটেও (General Ticket) ট্রেনের নাম লেখা থাকবে। বর্তমানে কোনও ট্রেনের নাম লেখা থাকে না, অর্থাৎ টিকিট কাটলে যে কোনো ট্রেনের অসংরক্ষিত কোচে ওঠা যাবে। যদি টিকিটে ট্রেনের নাম লেখা থাকে তাহলে যাত্রীরা আর ট্রেন পরিবর্তন করতে পারবেন না। কিন্তু অনেকেই হয়ত জানেন না জেনারেল টিকিটের বৈধতা থাকে।যদি আপনার কাছে জেনারেল টিকিট কাটা থাকে তাহলে কাটার পর ৩ ঘন্টার মধ্যেই যাত্রা শুরু করতে হবে। নাহলে টিকিটটি অবৈধ হয়ে যায়।