অবৈধ ভাবে কয়লা পাচার, বালি পাচার, ওভারলোডিং পাথর বোঝাই! এসব কি বন্ধ হল বীরভূমে?

লাল্টু: প্রশাসনিকভাবে বারংবার অবৈধ কয়লা পাচার থেকে অবৈধভাবে বালি পাচার ঠেকানোর চেষ্টা চালানো হচ্ছে এমনটাই দাবি করা হয়। তবে সেই প্রচেষ্টা কতটা ফলপ্রসূ তা নিয়ে প্রশ্ন থেকেই যায়। বিরোধী রাজনৈতিক দলগুলিকে তো এই সব অবৈধ পাচারের জন্য বারবার সড়ক হতে দেখা যায়। তবে এসবের পরেও কি অবৈধভাবে কয়লা অথবা বালি পাচার বা ওভারলোডিং পাথর বোঝায় বন্ধ করা সম্ভব হয়েছে বীরভূমে?

এই প্রশ্নের উত্তরে স্পষ্ট ভাবেই বলা যেতে পারে না! কেননা এর প্রমাণ মিলছে একের পর এক অবৈধ বালি বোঝাই ট্রাক্টর, ওভারলোডিং পাথর বোঝাই ডাম্পার এবং অবৈধ কয়লা পাচারের সঙ্গে যুক্ত যানবাহনের ধরপাকড়।

আরও পড়ুন: অণ্ডাল-সাঁইথিয়া নতুন মেমু ট্রেন চলাচলে মিলেছে সম্মতি! আসানসোলের বৈঠকে আরও দাবি ওঠে

বীরভূম জেলা পুলিশের দুবরাজপুর থানার পুলিশ ফের একবার একটি নম্বর প্লেট বিহীন ট্রাক্টর আটক করল কান্তর থেকে দুবরাজপুর যাওয়ার রাস্তায় নিরাময় জঙ্গলের কাছে। ওই ট্রাক্টরটির মাধ্যমে অবৈধভাবে কয়লা পাচার হচ্ছিল। এই ঘটনায় পুলিশ অন্ততপক্ষে তিনটন অবৈধ কয়লা উদ্ধার করেছে। এসব উদ্ধারের পাশাপাশি শুরু হয়েছে মামলা এবং তদন্ত।

এর পাশাপাশি সদাই থানার পুলিশ দুটি অবৈধ বালি বোঝাই ট্রাক্টর এবং একটি ওভারলোডিং পাথর বোঝাই ডাম্পার আটক করেছে। ১৪ নম্বর জাতীয় সড়কে সদাইপুর থানা এলাকায় চিনপাই গ্রামের কাছে পুলিশ ওই দুটি অবৈধ ও বালি বোঝায় ট্রাক্টর এবং ওভারলোডিং পাথর বোঝায় ডাম্পারটি আটক করে। এই ঘটনা কেউ পুলিশ তদন্ত এবং মামলা শুরু করেছে।