থুথু থেকে একমাসে রেলের উপার্জন প্রায় আট লক্ষ টাকা! কীভাবে সম্ভব এমনটা?

শিয়ালদহ রেল ডিভিশনে পরিচ্ছন্নতা অভিযান থেকে রেল কর্তৃপক্ষের রীতিমতো লক্ষ্মীলাভ। গত এপ্রিল মাসে শুধু থুতু ফেলার অভিযোগে ৬,১৯৩ জন যাত্রীকে জরিমানা করা হয়েছে। এক মাসে আদায় হয়েছে মোট ৭,৬১,০৭০ টাকা। ২ এপ্রিল পূর্ব রেলের জেনারেল ম্যানেজার মিলিন্দ কে দেউসকর স্টেশন ও ট্রেন চত্বরকে পরিচ্ছন্ন রাখার নির্দেশ দেন।

তাঁর মতে, গুটখা বা তামাকজাত দ্রব্য খেয়ে যাত্রীরা প্ল্যাটফর্মে বা দেওয়ালে থুতু ফেলেন, যার ফলে রেল সম্পত্তি ক্ষতিগ্রস্ত হয় এবং নোংরা পরিবেশ তৈরি হয়। এর পরেই রেল আইনের ধারা ১৪৫(বি)-এর আওতায় নিয়মভঙ্গকারীদের বিরুদ্ধে জরিমানার সিদ্ধান্ত নেওয়া হয়।

আরও পড়ুন: কেমন ছিল ১৯৭১! ২০২৫-এ দাঁড়িয়ে স্মৃতি রোমন্থন

শিয়ালদহ ডিভিশনের ডিআরএম রাজীব সাক্সেনা জানান, অভিযান চলাকালীন অপরাধীদের কাছ থেকে গড়ে ৫০০ টাকা করে জরিমানা আদায় করা হয়েছে। তাঁর কথায়, “রেলযাত্রা যেন শুধু গন্তব্য নয়, অভিজ্ঞতা হয়। সেই অভিজ্ঞতা পরিচ্ছন্ন পরিবেশেই সম্ভব।”

শিয়ালদহের সিনিয়র ডিসিএম যশরাম মীনা বলেন, “এখনও পর্যন্ত প্ল্যাটফর্মে এই নজরদারি চলেছে। তবে এবার চলন্ত ট্রেনেও নজরদারি চলবে। সাদা পোশাকে রেলকর্মীরা নজর রাখবেন, কেউ জানালা বা দরজার বাইরে থুতু ফেললেই সঙ্গে সঙ্গে জরিমানা করা হবে।” উল্লেখ্য, টিটিইদের হাতেই রয়েছে এই আইন প্রয়োগের ক্ষমতা। যাত্রীদের কাছে আবেদন পরিচ্ছন্নতা বজায় রাখুন, রেল ব্যবস্থাকে সহযোগিতা করুন।