বাঙালি বিজ্ঞানীর যুগান্তকারী আবিষ্কার, এক ভ্যাকসিনেই উধাও রক্ত আমাশা

Shyamali Das

Updated on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : খুবই কম খরচে রক্ত আমাশার মত রোগ থেকে মুক্তির উপায় বের করলেন বাঙালি বিজ্ঞানী। তাঁর এই যুগান্তকারী আবিষ্কারের ফলে মাত্র একটি ভ্যাকসিনেই উধাও হয়ে যাবে ৫০ রকমের জীবাণু। NICED-এই বিজ্ঞানী হেমন্ত কোলে ১৫ বছর ধরে গবেষণা করার পর পেলেন সাফল্য। গবেষণার পিছনে রয়েছে NICED-এর অধিকর্তা শান্তা দত্তর গুরুত্বপূর্ণ ভূমিকা।

Advertisements

Advertisements

রক্ত আমাশা, নামটা শুনলেই যেন গোটা গা শিরশিরিয়ে ওঠে। এই রোগ বিশেষত পাঁচ বছরের কম বয়সী শিশুদের এবং বৃদ্ধ-বৃদ্ধাদের সব থেকে ভয়ের কারণ। ভারতবর্ষে এই রোগের জন্য দায়ী ৫০ ধরনের সিগেলা ব্যাকটেরিয়া। পেটের ভেতর বৃহদান্ত্রে বাসা বাঁধে সিগেলা। রক্ত জালিকা ফুটো করে দিয়ে রক্তক্ষরণ হয়। উপযুক্ত সময়ে চিকিৎসা না হলে মৃত্যু পর্যন্ত হতে পারে। এই রোগের আক্রমণে বিশ্বে প্রতিবছর ১১ লক্ষ মানুষের মৃত্যু হয়।

Advertisements

তবে এবার এই বাঙালি বিজ্ঞানীর এই ভ্যাকসিন আবিষ্কার বাজিমাত করলো চিকিৎসা দুনিয়াকে, কলকাতার বিজ্ঞান সাধনায় যুক্ত হলো নয়া পলক। গত ১০০ বছর ধরে এই রোগ থেকে নিরাময়ের জন্য চলছে লড়াই। কিন্তু কোনমতেই তা বাগে আনা যাচ্ছিল না, কারণ সিগেলা ব্যাকটেরিয়া অ্যান্টিবায়োটিক প্রতিরোধী। যার ফলে এই রোগের বিরুদ্ধে কোন ওষুধ ঠিকঠাক কাজ করে না। তবে এবার সেই দুশ্চিন্তা থেকে মুক্তি, কারণ বাঙালি বিজ্ঞানীর হাত ধরে চলে এলো এই রোগের টিকা।

Advertisements