Death Calculator: এবার AI বলে দেবে মরণের দিনক্ষণ, জেনে নিন কিভাবে

Death Calculator: কথায় আছে জন্ম-মৃত্যু-বিয়ে তিন বিধাতা নিয়ে। অর্থাৎ বিধাতার দ্বারা নিয়ন্ত্রিত হয় মানুষের জীবনের এই তিন গুরুত্বপূর্ণ ঘটনা। এতে মানুষের কোনো হাত থাকে না। কিন্তু না পুরা কথাকে উড়িয়ে দিয়ে AI বলছে অন্য কথা। এআই-এর উক্তি মানুষ বেঁচে থেকেই জানতে পারবে তার মরণের দিনক্ষণ। আবিষ্কার হয়েছে তেমনি একটি যন্ত্র (Death Calculator)। কি সেই যন্ত্র? সেখানে কিভাবেই বা জানা যাবে?প্রসঙ্গত বর্তমানে সর্বত্রই এআই অ্যাপের রমরমা। যে অ্যাপের মাধ্যমে চোখের নিমিষেই করে ফেলা যায় যে কোনো কাজ। সাধারণ মানুষ থেকে শুরু করে বিজ্ঞানীরা এই অত্যাধুনিক অ্যাপকে কাজে লাগিয়ে করছেন নানান আবিষ্কার। তেমনি এই AI-এর মাধ্যমে ডেনমার্কের প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের একদল বিজ্ঞানী ভবিষ্যৎ নিয়ে দীর্ঘদিন গবেষণা চালাচ্ছিলেন। আর সেই গবেষণাতেই এক নতুন আবিষ্কারের খোঁজ পেয়েছেন তারা। আর সেই প্রযুক্তিকে কাজে লাগিয়েই ওই বিজ্ঞানীরা তৈরি করেছেন ‘ডেথ ক্যালকুলেটর’ (Death Calculator)। অর্থাৎ মৃত্যুর দিনক্ষণ জানার যন্ত্র। কি এই যন্ত্র? এই যন্ত্রের বিশেষত্ব কি? এই যন্ত্র কিভাবেই বা কাজ করবে? কি কি জানা যাবে? রইল বিস্তারিত বিবরণ।এই ‘ডেথ ক্যালকুলেটর’ বা ‘মরণ ক্যালকুলেটর’-এর বিশেষত্ব হল মানুষের মৃত্যুর সময় নির্ধারণ করা। অর্থাৎ এই যন্ত্রের সাহায্যে সাধারণ মানুষ বেঁচে থাকাকালীন অবস্থাতেই জানতে পারবেন তার কখন কোথায় কিভাবে মৃত্যু ঘটবে। অর্থাৎ কে কবে মারা যাবে তার সময় বলে দিতে পারে এই যন্ত্র। আর কি কি জানা যায় এই যন্ত্রের মাধ্যমে?
আরো পড়ুন: নিজের ক্ষতি নিজেই ডাকছে না তো? তাহলে এখনই বর্জন করুন প্লাস্টিকের ব্যাগ
এই ‘ডেথ ক্যালকুলেটর’-এর মাধ্যমে শুধু মৃত্যুর দিন নয়, শারীরিক অবস্থা, কর্মের অবস্থা, উপার্জন, কাজের ধরন সমস্ত তথ্যই জানা যাবে। তবে এর জন্য ওই ব্যক্তিকে তার সমস্ত তথ্য যন্ত্রটিকে বলতে হবে। তারপর এই যন্ত্র সবদিক বিচার বিবেচনা করে জানাবে ব্যক্তির সম্ভাব্য মৃত্যুর দিনক্ষণ। কিভাবে কাজ করবে এই যন্ত্র?বিজ্ঞানীদের মতানুসারে জানা গিয়েছে চ্যাটজিপিটি-তে যে প্রযুক্তি রয়েছে সেই প্রযুক্তি ব্যবহার করেই নির্মিত হয়েছে এই ‘ডেথ ক্যালকুলেটর’ (Death Calculator)। তবে এর নাম একই রকম নয়। এটি লাইফ টু ভেক নামে একটা অ্যালগরিদমে কাজ করতে পারবে।