SBI চালু করলো Flexi Deposit, ইচ্ছামত টাকা জমান, সুবিধা নিন

Shyamali Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : দেশের বৃহত্তম লেনদেনকারী সংস্থা এসবিআই চালু করলো ফ্লেক্সি ডিপোজিট স্কিম। এই প্রক্রিয়ায় যে কোনো ব্যক্তি নিজের সুবিধা অনুযায়ী প্রতিমাসে আলাদা আলাদা পরিমাণ টাকা ব্যাঙ্কে জমা রাখতে পারবেন।

Advertisements

Advertisements

এর আগেও এসবিআই বিভিন্ন সঞ্চয় সম্পর্কিত প্রকল্প চালু করে। এই নতুন ফ্লেক্সি ডিপোজিট স্কিম অনুসারে প্রতি মাসে কোনো নির্দিষ্ট অর্থ জমা করার প্রয়োজন হয় না। ব্যক্তি নিজের সুবিধা মত প্রতিমাসে অর্থ জমা করতে পারবেন। এর ফলে সবথেকে বেশি সুবিধা হবে খুচরো ছোট ব্যবসায়ীদের, যাদের প্রতি মাসে আয়ের হিসেব নির্দিষ্ট থাকেনা।
এসবিআইয়ের এই ফ্লেক্সি ডিপোজিট প্রকল্পের মূল বৈশিষ্ট্যগুলি হলো –

Advertisements

১) এই স্কিমটি একক বা যৌথ ভাবে খোলা যেতে পারে। এই প্রকল্পের জন্য কেউ পাঁচ থেকে সাত বছরের মধ্যে মেয়াদ বেছে নিতে পারেন। এই স্কিমটি এসবিআইয়ের সমস্ত শাখায় পাওয়া উপলব্ধ। দেশের যে কোনও শাখায় স্থানান্তর করা যেতে পারে এই ডিপোজিটকে।

২) ডিপোজিটের পরিমাণ হিসেবে গ্রাহক যে কোনও একটি ক্ষেত্রে ন্যূনতম ৫০০ টাকা জমা দিতে পারেন। এই জমা দেওয়া অর্থ এক মাসের মধ্যে যে কোনও সময় এবং যতবার খুশি জমা করা যায়। বছরে ন্যুনতম ৫০০০ এবং সর্বোচ্চ ৫০,০০০ টাকা জমা করা যাবে।

৩) ফ্লেক্সি ডিপোজিটে প্রযোজ্য সুদের হার মেয়াদি ডিপোজিটের সমান হিসেবে গণ্য হবে। কেউ যদি ফ্লেক্সি ডিপোজিট স্কিমে পাঁচ বছরের মেয়াদ বেছে নেন তাহলে পাঁচ বছরের ডিপোজিটের ওপর নির্ধারিত সুদের হার তাকে দেওয়া হবে।কিন্তু এক্ষেত্রে এসবিআই কর্মী এবং পেনশনারদের প্রযোজ্য হারের উপর ১% অতিরিক্ত সুদ দেওয়া হবে। প্রবীণ নাগরিকরা সমস্ত ডিপোজিটের উপর ৫০ টি বেসিক পয়েন্ট পাবেন।

৪) কোনো গ্রাহক যদি আর্থিক বছরে ন্যূনতম আমানত জমা দিতে ব্যর্থ হন, তবে জরিমানা হিসেবে ৫০ টাকা ক্ষতিপূরণ জমা করতে হবে।

৫) এই প্রকল্পের মাধ্যমে কোনো ব্যাক্তি লোন হিসেবে মূল আমানতের ৯০% নিতে পারবে।

Advertisements