সন্ত্রাস ও সংঘর্ষ বিরতির পরেও শান্তি ফেরেনি উপমহাদেশে। পাকিস্তানের লাগাতার সংঘর্ষ বিরতি লঙ্ঘনের পরে এবার ভারতের বিদেশমন্ত্রক কড়া ভাষায় নিজের অবস্থান তুলে ধরল। মঙ্গলবার এক সাংবাদিক বৈঠকে ভারতের পররাষ্ট্র মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল একাধিক গুরুত্বপূর্ণ বার্তা দেন।
ভারতের স্পষ্ট বার্তা:
১) পাকিস্তান যদি সন্ত্রাসে মদত দেওয়া চালিয়ে যায়, তবে ১৯৬০ সালের সিন্ধু জলচুক্তি স্থগিতই থাকবে।
২) ভারতের পক্ষ থেকে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে, জম্মু ও কাশ্মীর সংক্রান্ত নীতিতে কোনও পরিবর্তন আসেনি। এই বিষয়টি কেবল ভারত ও পাকিস্তানের মধ্যে আলোচনার বিষয়, বাইরের কোনও দেশের হস্তক্ষেপ অপ্রয়োজনীয়।
৩) পাকিস্তান যদি আবার সংঘর্ষ বিরতি লঙ্ঘন করে, তবে ভারত শক্ত হাতে তার প্রতিক্রিয়া জানাবে।
৪) ভারত এখন প্রত্যাঘাতকেই ‘নিউ নর্মাল’ হিসেবে মানছে।কোনও রকম সন্ত্রাস বা আক্রমণের জবাবে সেনা উপযুক্ত ব্যবস্থা নেবে।
রণধীর জয়সওয়াল নাম না করে স্পষ্ট ইঙ্গিত দেন যে, পাকিস্তানের দখলে থাকা কাশ্মীর ভারতের ভূখণ্ড এবং সেটি ফিরিয়ে আনার বিষয়ে কোনও আপস হবে না। পাশাপাশি তিনি বলেন, গোটা বিশ্ব জানে যে সন্ত্রাসবাদ আজ পাকিস্তানে একটি সংগঠিত শিল্প হয়ে উঠেছে। তিনি জানান, পহেলগাঁওয়ে ভারতীয় পর্যটকদের উপর জঙ্গি হামলার প্রেক্ষিতে আন্তর্জাতিক মহলে পাকিস্তানের ভূমিকা আবারও প্রশ্নের মুখে পড়েছে।
জয়সওয়াল উল্লেখ করেন, “আমরা ঠিক কোথায় আঘাত করেছি ও পাকিস্তান কোথায় আঘাতের দাবি করেছে, তা স্যাটেলাইট ছবির মাধ্যমে সহজেই যাচাই করা যায়।” তাঁর দাবি, পাকিস্তানকে সংঘর্ষ বিরতির পথে আসতে বাধ্য করেছে ভারতের সেনার ক্ষমতা ও কৌশল। তিনি ফের স্পষ্ট করেন, “সিন্ধু জলচুক্তি নিয়ে আমাদের অবস্থান বদলায়নি। এই চুক্তি এখনো স্থগিত রয়েছে এবং তা পুনরায় চালু করার প্রশ্নই ওঠে না যতক্ষণ না সন্ত্রাসবাদ বন্ধ হয়।”