সিভিক ভলেন্টিয়ারের টুঁটি চেপে ধরল শিক্ষক। যে ঘটনায় আহত হন সিভিক ভলেন্টিয়ার। অন্যদিকে এমন দুঃসাহসিক ঘটনা ঘটানোর পরিপ্রেক্ষিতে অভিযুক্ত শিক্ষককে আটক করে পুলিশ।
কর্তব্যরত সিভিক ভলেন্টিয়ারের উপর এইভাবে চড়াও হওয়ার ঘটনাটি ঘটেছে গত শুক্রবার। সিউড়ি বাসস্ট্যান্ড এলাকায় এই ঘটনাটি ঘটে। অভিযুক্ত ঐ শিক্ষক সিভিক ভলেন্টিয়ার কে কেবল মারধর করেছেন এমন নয়, এর পাশাপাশি তার বিরুদ্ধে অভিযোগ রয়েছে মা-বাবা তুলে অশ্লীল ভাষায় গালিগালাজ করারও।
কিন্তু প্রশ্ন হল কেন ওই শিক্ষক আচমকা এইভাবে সিভিক ভলেন্টিয়ারের উপর ক্ষেপে গেলেন! আক্রান্ত সিভিক ভলেন্টিয়ার এর থেকে যা জানা গিয়েছে তাতে, ঘটনার দিন দুয়েক আগে নাকি ঐ শিক্ষক বিনা হেলমেটে মোটরবাইক চালিয়ে যাচ্ছিলেন এবং সেই জন্য তার ছবি তুলে ফাইন করে সিভিক ভলেন্টিয়ার। আর এমন রাগ থেকেই এই পদক্ষেপ নেন অভিযুক্ত শিক্ষক হেমন্ত মন্ডল।