বীর সেনাদের শ্রদ্ধা জানাতে তৃণমূলের মিছিল

লাল্টু: তৃণমূল নেত্রী মমতা ব্যানার্জি ও অভিষেক ব্যানার্জি নির্দেশ মতো দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে ভারতের বীর সেনাদের শ্রদ্ধাজ্ঞাপন করতে রাস্তায় নামল। ভারতীয় সেনার দেশেরক্ষার্থে কর্মরত সেনা জওয়ান এবং বীর শহীদদের নতমস্তকে প্রণাম জানাতেই দুবরাজপুর শহর তৃণমূল কংগ্রেসের এই পথযাত্রা। তৃণমূলের এই কর্মসূচিতে তৃণমূলের দলীয় পতাকা বা স্লোগান কোন কিছুই ছিল না। প্রত্যেকের হাতে ছিল ভারতের জাতীয় পতাকার পাশাপাশি ভারত মাতার জয়ধ্বনি ওঠে তৃণমূলের এই পথযাত্রা থেকে। এই পথযাত্রা গোটা দুবরাজপুর শহর পরিক্রমা করে। মিছিলে ছিলেন জেলা তৃণমূলের মুখপাত্র মলয় মুখার্জী, দুবরাজপুর শহর তৃণমূল সভাপতি স্বরূপ আচার্য, দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে সহ অন্যান্য কাউন্সিলর ও তৃণমূল কর্মীরা।