ডিজিটাল ঋণের প্রক্রিয়ায় বড়সড় পরিবর্তন আনল রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া (RBI)। কেন্দ্রীয় ব্যাঙ্ক একটি নতুন সার্কুলারের মাধ্যমে জানিয়ে দিয়েছে, ডিজিটাল প্ল্যাটফর্মে ঋণ দেওয়ার ক্ষেত্র এখন আরও বেশি নজরদারির আওতায় আসছে। আরবিআই এর মতে, গত কয়েক বছরে ডিজিটাল মাধ্যমে ঋণ নেওয়ার প্রবণতা দ্রুত বেড়েছে। সেই কারণে নিরাপত্তা ও স্বচ্ছতা বজায় রাখতে নতুন এই পদক্ষেপ। এর আগে এপ্রিল মাসেই ডিজিটাল ঋণের নিয়ম বদলের ইঙ্গিত দিয়েছিল আরবিআই।
নতুন সার্কুলার অনুযায়ী, যেসব অ্যাপ ডিজিটাল ঋণ দেয়, তাদের একটি স্বীকৃত তালিকা প্রকাশ করা হবে রিজার্ভ ব্যাঙ্কের ওয়েবসাইটে। এই তালিকা আগামী ১ জুলাই থেকে গ্রাহকদের জন্য উন্মুক্ত করা হবে। ফলে কোন অ্যাপ নির্ভরযোগ্য এবং কোনটি নয়, তা সহজেই বুঝতে পারবেন সাধারণ মানুষ। আরবিআই-এর মতে, এই উদ্যোগে ডিজিটাল ঋণের জগতে নিরাপত্তা বাড়বে এবং গ্রাহকেরা প্রতারিত হওয়া থেকে রক্ষা পাবেন। কারণ, সম্প্রতি অনেক ভুয়ো অ্যাপের মাধ্যমে ঋণ দেওয়ার নামে সাইবার জালিয়াতির ঘটনা ঘটেছে।
আরও পড়ুন: উত্তরবঙ্গ থেকে সরাসরি দিঘা পৌঁছানো হবে আরও সহজ, মুখ্যমন্ত্রীর ঘোষণায় ৬টি ভলভো বাস পরিষেবা
সার্কুলারে স্পষ্ট বলা হয়েছে শুধু তালিকাভুক্ত অ্যাপ থেকেই ডিজিটাল ঋণ নেওয়া যাবে। অন্যথায়, প্রতারণার শিকার হওয়ার আশঙ্কা থাকবে।আরবিআই জানিয়েছে, এই অ্যাপগুলির তালিকা নিয়মিত হালনাগাদ করা হবে। ফলে নতুন স্বীকৃত অ্যাপগুলির নামও পাওয়া যাবে সময়মতো। যদি কোনও অ্যাপ বেআইনি ভাবে ঋণ দেয় বা আরবিআইয়ের নিয়ম না মানে, তাহলে সঙ্গে সঙ্গে সেই অ্যাপকে তালিকা থেকে সরিয়ে দেওয়া হবে।
এই সমস্ত ডিজিটাল ঋণদাতা অ্যাপ কোনও বৈধ ব্যাঙ্ক বা নন-ব্যাঙ্কিং ফিনান্সিয়াল সংস্থার (NBFC) সঙ্গে সংযুক্ত থাকবে বলেও জানানো হয়েছে। এই পদক্ষেপের ফলে ডিজিটাল ঋণ নেওয়া আরও বেশি নিরাপদ ও স্বচ্ছ হবে বলে আশা করা হচ্ছে।