নিজস্ব প্রতিবেদন : মার্চ মাসের ২৪ তারিখ থেকে ভারতে জারি হয়েছে লকডাউন। করোনা ভাইরাসের সংক্রমণ শৃংখল ভেঙ্গে দেওয়ার জন্য এই লকডাউন। লকডাউনে দেশ অবরুদ্ধ, গৃহবন্দী সকলেই। আর এমত অবস্থায় স্বাস্থ্য, গাড়ি ইত্যাদি বীমার পুনর্নবীকরণের সময়সীমা বাড়ানো হয়েছে কেন্দ্রের তরফ থেকে। এছাড়াও কেন্দ্রের তরফ থেকে ব্যাঙ্কিং পদ্ধতিতে বেশ কিছু ছাড় দেওয়া হয়েছে গ্রাহকদের জন্য। যেমন স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া জানিয়ে দিয়েছে তাদের গ্রাহকরা ৩০ শে জুন পর্যন্ত এটিএম থেকে যত খুশি ট্রানজেকশন করতে পারবেন। তার জন্য তাদের আলাদা করে কোনো রকম চার্জ দিতে হবে না। ঠিক তেমনই আরও এক গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করল এসবিআই।
নতুন এই নির্দেশিকা জারি করেছে CBDT (Central Board of Direct Taxes) ঘোষণা অনুযায়ী। নতুন এই নির্দেশিকা হলো 15G/15H সংক্রান্ত। স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া তরফ থেকে জানানো হয়েছে, “২০১৯-২০ অর্থবর্ষের 15G/15H জমা দেওয়ার সময় বাড়ানো হলো। CBDT সিদ্ধান্ত অনুসারে CBDT জমা দেওয়ার শেষ তারিখ বাড়িয়ে করা হলো ৩০ শে জুন পর্যন্ত।” এছাড়াও SBI জানিয়েছে, তাদের গ্রাহকরা নেট ব্যাঙ্কিং অথবা Yono অ্যাপের মাধ্যমেও এগুলি জমা করতে পারবেন।
In light of the current situation, the Central Board of Direct Taxes (CBDT), has decided to extend the validity of Form 15G and 15H submitted for Financial Year 2019-20, till 30th June 2020.#SBI #Announcement #CBDT #Depositors pic.twitter.com/cd9x7ciUqU
— State Bank of India (@TheOfficialSBI) April 16, 2020
বর্তমান পরিস্থিতিতে যখন বেশিরভাগ মানুষ গৃহবন্দী, যখন গণ যোগাযোগ মাধ্যম অবরুদ্ধ, তখন CBDT ও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এমন সিদ্ধান্তে উপকৃত হবেন লক্ষ লক্ষ মানুষ বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। 15G জমা দিতে হয় ৬০ বছরের নিচের ব্যাঙ্ক গ্রাহকদের আর 15H জমা দিতে হয় ৬০ বছরের উর্ধ্বে ব্যাঙ্ক গ্রাহকদের। এই ফর্ম জমা দেওয়া হয় ব্যাঙ্কের বিভিন্ন প্রকল্পে (যেমন- ফিক্সড ডিপোজিট, আরডি ইত্যাদি) পাওয়া সুদ থেকে যেন টাকা কাটা না হয় তার জন্য।