নিজস্ব প্রতিবেদন : বাড়িতে বসেই নিত্যপ্রয়োজনীয় মুদিখানার জিনিসপত্র পৌঁছে দেওয়ার জন্য রিলায়েন্স জিও নিয়ে এসেছে JioMart। দেশের ২০০ টির বেশি শহরে জিওর তরফ থেকে এই পরিষেবা দেওয়া হবে। আর এই ২০০ টি শহরের তালিকায় দিল্লি, মুম্বাই, কলকাতা, বেঙ্গালুরু, চেন্নাই সহ রয়েছে অজস্র ছোট বড় শহর। জিনিসপত্র সরবরাহের জন্য ওয়েবসাইট, অ্যাপ ছাড়াও হোয়াটসঅ্যাপের মাধ্যমে নেওয়া হবে অর্ডার। শনিবার রাতে জিও মার্টের চিফ এক্সিকিউটিভ দামোদর মালো ট্যুইট করে তাদের পরিষেবা শুরু করার কথা জানিয়েছেন।
দেশে লকডাউন চলাকালীন যাতে সাধারণ মানুষ খুব সহজেই নিত্যপ্রয়োজনীয় জিনিস বাড়িতে বসেই হাতে পান সেজন্য জিওর তরফ থেকে এই পরিষেবা দ্রুত চালু করা হয়। JioMart অনলাইন সংস্থা থেকে জিনিসপত্র কেনা কাটায় বিপুল পরিমাণে ছাড় দেওয়া হচ্ছে বলেও জানা গেছে। তবে বর্তমানে দেশের ২০০টি ছোট বড় শহরে এই পরিষেবা চালু করা হলেও আগামী দিনে এই পরিষেবা দেশের সর্বত্র চালু হয়ে যাবে বলেও জানিয়েছে সংস্থা।
অনলাইন গ্রসারি সংস্থা JioMart-এ নিত্যপ্রয়োজনীয় জিনিস অর্ডার দেওয়ার সহজ পদ্ধতি
JioMart-এ নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার দেওয়ার ক্ষেত্রে খুব সহজ পদ্ধতি অবলম্বন করা হয়েছে।
১) JioMart-এর অফিশিয়াল ওয়েবসাইট jiomart.com-এ গিয়ে ও নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার দিতে পারবেন।
৩) JioMart-এর অফিশিয়াল ওয়েবসাইট jiomart.com-এ প্রবেশ করার সাথে সাথেই নির্দিষ্ট জায়গায় আপনার এলাকার পিনকোড চাওয়া হবে। যেখানে আপনাকে আপনার এলাকার পিন কোডটি দিতে হবে।
৪) এখন পিন কোড দেওয়ার পর আপনাকে JioMart-এর তরফ থেকে জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় ডেলিভারি সম্ভব কিনা।
৫) ডেলিভারি দেওয়া সম্ভব হলে আপনি আপনার নিজের পছন্দের জিনিসপত্র বেছে অর্ডার করতে পারবেন।
এছাড়াও রয়েছে হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিনিসপত্র অর্ডার দেওয়ার সবথেকে সহজ পদ্ধতি।
১) হোয়াটসঅ্যাপের মাধ্যমে জিনিসপত্র অর্ডার দেওয়ার ক্ষেত্রে আপনাকে যে মোবাইল নম্বরটি সেভ রাখতে হবে সেটি হল ৮৮৫০০০৮০০০।
২) নম্বরটি সেভ রাখার পর এখানে ‘Hi’ লিখে পাঠালেই আপনার কাছ থেকে জানতে চাওয়া হবে আপনার এলাকার পিনকোড।
৩) আপনার এলাকার পিনকোড দেওয়ার পর জানিয়ে দেওয়া হবে আপনার এলাকায় ডেলিভারি দেওয়া সম্ভব কিনা।
৪) অর্ডার ডেলিভারির ক্ষেত্রে সবুজ সংকেত পাওয়ার পরেই আপনি আপনার প্রয়োজনীয় জিনিসপত্র অর্ডার করতে পারবেন।
নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্র নেওয়ার ক্ষেত্রে শর্ত
জিনিসপত্র ডেলিভারি দেওয়ার ক্ষেত্রে ডেলিভারি চার্জ ধার্য করা হবে বলে জানা গিয়েছে। তবে ৭৫০ টাকার ওপর জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে বিনামূল্যে ডেলিভারি দেওয়া হবে এমনটাও জানা গিয়েছে। পাশাপাশি JioMart-এ জিনিসপত্র কেনাকাটার ক্ষেত্রে ৫ থেকে ৫০ শতাংশ পর্যন্ত ছাড় দেওয়া হচ্ছে। জিনিসপত্র অর্ডার করার পর আপনাকে পেমেন্ট করে ডেলিভারি নিতে হবে বলেই জানা গিয়েছে।
Big town or small, JioMart delivers in over 200 towns, starting today! Thank you, @ashsatlin . Our regards to your parents ?? https://t.co/XtEbbF5bs1
— Damodar Mall (@SupermarketWala) May 23, 2020
তবে জিনিসপত্র অর্ডার দেওয়ার আগে অবশ্যই আপনাকে আপনার মোবাইল নম্বর, ঠিকানা এবং অন্যান্য যাবতীয় তথ্য দিয়ে অ্যাকাউন্ট করে নিতে হবে।