বীরভূমে নুসরত, সঙ্গে আবার যশ! কি জন্য দুজনে একসাথে এলেন রাঢ় বাংলায়

মুসলমান ঘরে জন্ম হয়ে হিন্দু দেবদেবীর মন্দিরে পুজো! আর এই ঘটনায় বারবার হুমকি হুশিয়ারের মুখোমুখি হতে হয়েছে প্রাক্তন সাংসদ তথা অভিনেত্রী নুসরত জাহানকে। যদিও সেই সকল হুমকি হুঁশিয়ারি ফতোয়া কোন কিছুই আটকে রাখতে পারেনি নুসরতকে।

একসময়ের বিতর্কিত এই অভিনেত্রীকে বিভিন্ন সময় বিভিন্ন দেবদেবীর মন্দিরে পুজো দিতে দেখতে পাওয়ার পাশাপাশি দেখা গিয়েছে রথের দড়ি টানতে। আর এবার নুসরতকে দেখা গেল তারাপীঠে তারা মায়ের কাছে। এর আগেও অবশ্য নুসরতকে তারা মায়ের পুজো দিতে দেখা গিয়েছে।

আচমকা অভিনেত্রী নুসরত জাহানকে বীরভূমের তারাপীঠের তারা মায়ের কাছে পুজো দেওয়ার জন্য পৌঁছাতে দেখা যায়। সঙ্গে ছিলেন তার স্বামী যশ দাশগুপ্ত। এদিন তারাপীঠে পৌঁছে দুজনে মিলে ভক্তি ভরে তারা মায়ের পুজো দেন। আর তাদের দুজনের তারাপীঠে পৌঁছনোর খবর ছড়িয়ে পড়তেই অনুরাগীদেরও ভিড় দেখা যায়। জানা যাচ্ছে, সংসারের মঙ্গল কামনায় তারা দুজনে তারা মায়ের পুজো দিয়েছেন।