‘টুপি পরাচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার, প্রধান’! রাগে কাজলের এলাকায় পঞ্চায়েতে তালা ঝুলালেন বাসিন্দারা

টুপি পরাচ্ছে স্থানীয় তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে পঞ্চায়েত মেম্বার, প্রধান! রাস্তা নিয়ে এমনই অভিযোগের পরিপ্রেক্ষিতে এবার এমনই দাবি করতে দেখা গেল বাসিন্দাদের। আর এই ঘটনার পরিপ্রেক্ষিতেই এবার গ্রামবাসীরা বিক্ষোভের পাশাপাশি গ্রাম পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেন।

বীরভূমের নানুর বিধানসভার অন্তর্গত কসবা গ্রাম পঞ্চায়েতে এসে সোমবার তালা ঝুলিয়ে দিলেন গ্রামের বাসিন্দাদের একাংশ। তাদের এমন পদক্ষেপের মূল কারণ হলো রাস্তা খারাপ। বিক্ষোভে শামিল হওয়া এবং পঞ্চায়েতে তালা ঝুলিয়ে দেওয়া ব্যক্তিরা জানিয়েছেন, ওই পঞ্চায়েত এলাকার নামোপাড়ার রাস্তা অন্ততপক্ষে ১৫-২০ বছরের বেশি সময় ধরে খারাপ। ওই রাস্তা মেরামতির জন্য বিভিন্ন সময় বিভিন্ন জায়গায় আবেদন জানানো হলেও কোন কাজ হয়নি। বছরের পর বছর ধরে তাদের অত্যন্ত কষ্টের সঙ্গেই যাতায়াত করতে হয়। বর্ষাকাল এলে সেই কষ্টের মাত্রা কয়েক গুণ বেড়ে যায়। আর এমন পরিস্থিতিতেই এদিন তারা পঞ্চায়েতে এসে বিক্ষোভ দেখান এবং বিক্ষোভ দেখানোর পাশাপাশি পঞ্চায়েতের গেটে তালা মেরে দেন।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে অবশ্য বীরভূম জেলা পরিষদের সভাধিপতি কাজল শেখ জানিয়েছেন, যারা বিক্ষোভ দেখাচ্ছেন তারা এইভাবে বিক্ষোভ না দেখিয়ে লিখিত দরখাস্ত জমা দিলেই তড়িঘড়ি কাজ করা হবে। তিনি স্পষ্টভাবেই জানিয়ে দিয়েছেন, বিক্ষোভ দেখানোর বদলে লিখিত দরখাস্ত দিক তাহলে কোন সমস্যা থাকবে না সব সমস্যার সমাধান করা হবে।