বিষাক্ত সাপে কামড়েছে মহিলাকে, আর সেই সাপটিকে সঙ্গে নিয়ে হাসপাতালে চিকিৎসার জন্য এলেন রোগী ও তার পরিবারের সদস্যরা। তবে এত কিছুর পরেও ওই সাপের কামড়ে গুরুতর অসুস্থ মহিলাকে বাঁচানো সম্ভব হয়নি। হাসপাতালে আনার কিছুক্ষণের মধ্যেই ওই মহিলার মৃত্যু হয়।
ঝাড়খণ্ডের বাসিন্দা ২৫ বছর বয়সী রিনা রায় মঙ্গলবার সন্ধ্যে ছটা নাগাদ রান্নার জন্য কাঠ আনতে যান। যেখানে কাঠ রাখা ছিল ঠিক তার নিচে ছিল খড়। আর সেই খড়ের মধ্যে লুকিয়ে ছিল একটি বিষধর সাপ। রিনা রায় যখনই কাঠ নিতে যান তখন তার পায়ে ওই বিষধর সাপটি ছোবল দেয়।
ওই মহিলার পায়ে সাপের ছোবল পড়তেই রীতিমতো বিষের জ্বালায় লুটিয়ে পড়েন তিনি। এরপরই বাড়ি ও প্রতিবেশীরা ছুটে এসে ওই সাপটিকে মেরে ফেলে। পরে ওই মৃত সাপটিকে থলিতে ভরে অসুস্থ রোগী সহ হাজির হন সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে।
সাপ ও অসুস্থ রোগী সহ সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালের ইমারজেন্সিতে হাজির হতে রীতিমতো আতঙ্ক ছড়ায়। হাসপাতাল কর্মীরা দ্রুত ওই সাপ হাসপাতাল থেকে বের করার নির্দেশ দেন। আর এরপরই ওই মহিলার চিকিৎসা শুরু হয়। তবে চিকিৎসা শুরু হওয়ার আধ ঘন্টার মধ্যেই মহিলার মৃত্যু হয়।