সিউড়ি পৌরসভায় আর্থিক দুর্নীতি, কাউন্সিলরদের দ্বন্দ্ব! কাঠগড়ায় চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জী

সিউড়ি পৌরসভার অন্দরে কাউন্সিলরদের মধ্যে দ্বন্দ্ব ফের একবার সামনে এলো। এবার আর্থিক দুর্নীতির অভিযোগ আনার পরিপ্রেক্ষিতেই এই দ্বন্দ্ব সামনে এসেছে। আরে আর্থিক দুর্নীতির অভিযোগে কাঠগড়ায় সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জি।

যা জানা যাচ্ছে তাতে আর্থিক দুর্নীতির অভিযোগ তিনি সিউড়ি পৌরসভার চেয়ারম্যান উজ্জল চ্যাটার্জির বিরুদ্ধে সাতজন কাউন্সিলর রাজ্যের পৌর ও নগর উন্নয়ন দপ্তরের ডিরেক্টর অফ লোকাল বডিজ এর কাছে অভিযোগ জানিয়েছিলেন। সেই অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তকারী আধিকারিকরা সিউড়ি পৌরসভায় আসেন এবং নথিপত্র দেখেন। যদিও তদন্তের ফলাফল কি কি তা এখনও পর্যন্ত স্পষ্ট নয়।

আরও পড়ুন: মহঃ শামির প্রাক্তন স্ত্রী হাসিন জাহানের ভাইরাল ভিডিও, হাত তুলছেন প্রতিবেশীর গায়ে!

সিউড়ি পৌর সভার চেয়ারম্যান উজ্জ্বল চ্যাটার্জির বিরুদ্ধে মূলত যে সকল অভিযোগ আনা হয়েছে তার মধ্যে রয়েছে আর্থিক অনিয়ম, তহবিলের অপব্যবহার এবং বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের কাজে স্বচ্ছতার অভাব। যদিও উজ্জ্বল চ্যাটার্জি জানিয়েছেন, এর আগেও বেশ কয়েকবার এমন অভিযোগ আনা হয়েছিল। এখন তদন্তকারী আধিকারিকরা তদন্ত করে গেলেন। তারা কি পেলেন তারাই বলতে পারবেন।