গার্ডার বসল, এবার কবে চালু হবে সিউড়ির রেল ওভারব্রিজ, এসে গেল মেগা আপডেট

সিউড়ির হাটজান বাজারের রেলের ফ্লাইওভারে গার্ডার বসানোর কাজ শেষ। প্রথম দফায় এই কাজ কোন কারণে শেষ করা সম্ভব না হলেও দ্বিতীয় দফায় তা শেষ করা সম্ভব হয়। ১৩ জুলাই রবিবার দ্বিতীয়বারের জন্য এই কাজ চালায় রেল এবং তা সম্পূর্ণ করে। আর এই কাজ শেষ হওয়ার পরই এখন সাধারণ মানুষদের মধ্যে প্রশ্ন, এবার কবে চালু হবে এই রোড ওভারব্রিজ বা ফ্লাইওভারটি।

এই বিষয়ে দায়িত্বে থাকা ঠিকাদার সংস্থার তরফে যা জানা গিয়েছে তাতে আর ছোটখাটো কিছু কাজ বাকি রয়েছে। সবকিছু ঠিকঠাক চললে আগামী দুর্গাপুজোর আগেই ফ্লাইওভারটি হ্যান্ড ওভার করে দেওয়া হবে। আর তারপরেই হয়তো এর উদ্বোধন হয়ে যাবে।

আরও পড়ুন: পেট্রোলে জল, ভেজাল! জানাজানি হতেই হুলস্থুল বীরভূমে

অন্যদিকে আরেকটি সূত্রে জানা যাচ্ছে, গার্ডার বসানোর কাজ শেষ হওয়ার পর ফ্লাইওভারটির উদ্বোধনের জন্য এখনও মাস তিনেক সময় লাগতে পারে। আর যদি এমনটাও হয় তাহলে সিউড়ি শহরের একটি বড় যন্ত্রণার সমাপ্তি ঘটবে।