বিধানসভা ভোটের আগে তৃণমূলকে ক্লিন বোল্ড করলো বিজেপি। ৯-০ তে তৃণমূলকে ক্লিন বোল্ড করেছে তারা। আবার এই ক্লিন বোল্ড হওয়ার ঘটনা ঘটেছে বীরভূমের মতো জেলায়, যেখানে অনুব্রত মণ্ডল, কাজল শেখ সহ রাজ্যের মন্ত্রী, ডেপুটি স্পিকারের হাত ধরে চলে কোর কমিটি। স্বাভাবিকভাবেই এমন পরাজয় রীতিমতো রাজ্যের শাসকদলের কপালে ভাঁজ ফেলেছে।
১৫ বছর বীরভূমের ময়ূরেশ্বর বিধানসভার দু নম্বর ব্লকের কুন্ডলা গ্রাম পঞ্চায়েতের ইটাহাট সমবায় সমিতিতে ভোট হয়। যে ভোটের ফলাফল বের হতেই দেখা যায় নয়টি আসনের মধ্যে নটিতেই জয়লাভ করেছে বিজেপি। একটিও আসন পাইনি তৃণমূল বা অন্যান্যরা।
আরও পড়ুন: গার্ডার বসল, এবার কবে চালু হবে সিউড়ির রেল ওভারব্রিজ, এসে গেল মেগা আপডেট
কৃষি সমবায় নির্বাচনে যারা জয়যুক্ত হয়েছেন তারা হলেন সন্দীপ ঘোষ, প্রবীর দাস, অসীম মন্ডল, ভোলানাথ চ্যাটার্জি, দিলীপ লেট, অপর্ণা পাল, বন্দনা মন্ডল, বিশ্বনাথ মাহারা অমল বেপারী।
২৬ এর বিধানসভা নির্বাচনের আগে সমবায় নির্বাচন হলেও বিজেপির এমন ফলাফল প্রশ্ন তুলছে তৃণমূলের কোর কমিটির দিকেই।