লাল্টু: দুবরাজপুরের যশপুর গ্রাম পঞ্চায়েতের খোয়াজ মহম্মদপুর ও বুধ গ্রামের মাঝে থাকা শাল নদীর কজওয়ের একাংশ ভেঙ্গে গিয়ে বিপত্তি, যোগাযোগ বিচ্ছিন্ন। অসুবিধায় পড়েছে প্রায় ১০টি গ্রামের স্কুলছাত্রী থেকে ব্যবসায়ী, চাষি সহ গ্রামের মানুষ। শুধু তাই নয় খোয়াজ মহম্মদপুর গ্রামের কোন মানুষ মারা গেলে কবর দিতে যেতে হয় এই শাল নদী পেরিয়েই।
বর্তমানে এই কজওয়ের একাংশ ভেঙ্গে যাওয়ার ফলে যোগাযোগ পুরোপুরি বিচ্ছিন্ন হয়ে পড়েছে। যাদের খুবই দরকার তারা জলে নেমে জীবনে ঝুঁকি নিয়ে পারাপার করছেন। গ্রামবাসীরা চাইছেন অবিলম্বে এই কজওয়েটি মেরামত করার ব্যবস্থা করা হোক। গ্রামবাসীদের পক্ষ থেকে সই করা আবেদনপত্র তুলে দেওয়া হয় জেলা পরিষদের সদস্যার হাতে।
আরও পড়ুন: সাদা থানে মা দুর্গার পায়ের ছাপ! অলৌকিক ঘটনার সাক্ষী থাকল বীরভূম
ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে যান জেলা পরিষদের সদস্যা মর্জিনা বিবি, দুবরাজপুর ব্লকের তৃণমূলের যুগ্ম আহ্বায়ক তথা দুবরাজপুর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ রফিউল হোসেন খান ও তৃণমূলের যশপুর অঞ্চল সভাপতি মুন্সি মোজাম্মেল হক। তারা পুরোটাই ঘুরে দেখেন এবং গ্রামবাসীদের আশ্বস্ত করেন। সাধারণ মানুষের অসুবিধার কথা স্বীকার করে নেন প্রত্যেকেই।