Dheusagar: মুখ্যমন্ত্রীর স্বপ্নের প্রকল্প ভাঙার নির্দেশ জাতীয় পরিবেশ আদালতের, নেপথ্যে কারণ কি?

Dheusagar: রাজ্যের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে পর্যটকদের কাছে এক অন্যতম আকর্ষণীয় পর্যটন স্থান হলো দিঘা। খুব কম সময়ের মধ্যেই বা দু-একদিনের ছুটি পেলেই ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়েন দিঘার উদ্দেশ্যে। বলা যায় বর্তমানে দীঘা পর্যটন কেন্দ্র জলভাত হয়ে গিয়েছে ভ্রমণপ্রেমী মানুষদের কাছে। যেখানে বর্তমানে সমুদ্রের ঢেউয়ের পাশাপাশি ঘুরে বেড়ানোর বিভিন্ন জায়গা তৈরি হয়েছে। আর সেখানকারই এক বিশেষ আকর্ষণীয় জায়গা নিয়ে বিরাট নির্দেশ দিল এনজিটি। সরকারি নির্মাণকে ভেঙে ফেলার রায় দিয়েছে এই আদালত। হঠাৎ কেন এই সিদ্ধান্ত? কোন জায়গা ভেঙে ফেলার কথা বলেছেন এনজিটি?

প্রসঙ্গত, বেশ কয়েক মাস আগে দিঘা নিকটস্থ অন্যতম পর্যটন কেন্দ্র মন্দারমনির বহু হোটেল ভাঙার নির্দেশ দিয়েছে জাতীয় পরিবেশ আদালত। এবার সেই একই নির্দেশ দেওয়া হলো রাজ্যকে। এনজিটি তরফে রাজ্যকে নির্দেশ দেওয়া হয়েছে উপকূলীয় অঞ্চলে নির্মিত হওয়া ‘ঢেউ সাগর’ (Dheusagar) ভেঙে ফেলতে হবে। কিন্তু কি কারনে এই সৌন্দর্য ভঙ্গের সিদ্ধান্ত পরিবেশ আদালতের?

সারা দেশ জুড়ে বহু সরকারি-বেসরকারি নির্মাণ রয়েছে যার মধ্যে বেসরকারি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ থাকলেও সরকারি নির্মাণ ভেঙে ফেলার নির্দেশ তেমন দেখা যায় না। তবে দিঘার সরকারি নির্মাণ ঢেউসাগর ভঙ্গের নির্দেশের সময় উল্লেখ করা হয়েছে সুপ্রিম কোর্টের তিনটি নির্দেশের। এই তিনটি নির্দেশেই পঞ্চায়েত বা পুর কর্তৃপক্ষ আইন ভেঙ্গে নির্মাণের অনুমোদন দিয়েছিল। তবে ‘ঢেউ সাগর’এফ ক্ষেত্রে এনজিটি নির্দেশ দিয়েছে দিঘার উপকূলীয় অঞ্চলকে পূর্বের অবস্থায় ফিরিয়ে দিতে হবে।

আরও পড়ুন: নীলকুঠি এনে দিতে পারে বীরভূমের পর্যটন মানচিত্রে বৈপ্লবিক পরিবর্তন!

নির্দেশ উল্লেখের সময় কারণ বিষয়ে জাতীয় পরিবেশ আদালত তরফে জানানো হয়েছে, দিঘার এই ‘ঢেউ সাগর অ্যামিউজমেন্ট পার্ক’ (Dheusagar) নির্মাণ করতে গিয়ে উপকূলীয় নিয়ন্ত্রণ এলাকা ভঙ্গ হয়ে গিয়েছে। শুধু তাই না, এই থিম পার্ক নির্মাণে বহু পরিবেশ আইনবিধি অমান্য করা হয়েছে বলেও রাজ্যের বিরুদ্ধে অভিযোগ করেছে পরিবেশকর্মী সুভাষ দত্ত। সেই কারণেই ঢেউ সাগর ভেঙে দিঘার উপকূলীয় এলাকাকে আগের অবস্থায় ফিরিয়ে দেওয়ার নির্দেশ NGTর। আগামী তিন মাসের মধ্যে এই কাজ করতে হবে রাজ্যের মাননীয়াকে। এ বিষয়ে রাজ্যের কি উক্তি? তারা কি নির্দেশ মেনে নিয়েছেন?

উল্লেখ্য বিষয় পূর্বে দিঘার এই এলাকা অত্যন্ত জঘন্য অবস্থায় পড়েছিল। ২০১৯ সালের ডিসেম্বর মাসে রাজ্যের মাননীয়া এই স্থানে থিম পার্ক গড়ে তোলার পরিকল্পনা করেন। পাশাপাশি সেই থিম পার্কের নতুন নামকরণও করেন তিনি। যার নাম ঢেউসাগর (Dheusagar)। তবে ২০১৯ সালে পরিকল্পনা গ্রহণ হলেও কাজ তৎক্ষণাৎ শুরু হয়নি। মহামারী শুরু হওয়ায় ২০২০ সালের মহামারী কিছুটা শিথিল হতে শুরু হয় ‘ঢেউ সাগর’ নির্মাণের কাজ। পার্কের মঞ্চে অনুষ্ঠিত হয় নানান অনুষ্ঠানে। তবে এনজিটির এই নির্দেশ এখনই গ্রহণ করছে না রাজ্য। খবর রয়েছে জাতীয় পরিবেশ আদালতের এই নির্দেশকে চ্যালেঞ্জ করে রাজ্য উচ্চ আদালতে আপিল করবে।