Joydev Setu: ১৩৮ কোটি টাকায় তৈরি নতুন একটি ব্রিজ পেলো বীরভূম

১৩৮ কোটি টাকায় তৈরি নতুন একটি ব্রিজ (Joydev Setu) পেলো বীরভূম। শুধু বীরভূম বললে অবশ্য ভুল হবে, কেননা এই ব্রিজটি বীরভূম ও পশ্চিম বর্ধমানের মধ্যে যোগাযোগ স্থাপনের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। মঙ্গলবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত দিয়ে এই সেতুর উদ্বোধন করা হয়।

আরও পড়ুন: বৃষ্টি কমলেও দুর্ভোগ কমছে না বীরভূমে! দেখুন পরিস্থিতি

যে সেতুর কথা বলা হচ্ছে সেই সেতুটি বীরভূমের জয়দেবে অজয় নদের উপর অবস্থিত। এই সেতু (Joydev Setu) উদ্বোধনের ফলে এবার দুই জেলার বাসিন্দারা ব্যাপক উপকৃত হওয়ার পাশাপাশি অন্যান্য জেলার বাসিন্দারাও উপকৃত হবেন। কেননা এবার যতই বর্ষা হোক, যতই ফেরিঘাট ভেঙ্গে যাক না কেন, আর অন্য রাস্তা দিয়ে বীরভূম ও পশ্চিম বর্ধমানের বাসিন্দাদের যাতায়াত করতে হবে না। এবার নতুন এই সেতু দিয়ে সহজেই অজয় নদ পারাপার করতে পারবেন সাধারণ মানুষেরা।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের পূর্ত দপ্তর নতুন এই সেতুটি (Joydev Setu) তৈরি করেছে। সেতুটি তৈরি করতে খরচ হয়েছে ১৩৮.২৩ কোটি টাকা। সেতুটি লম্বায় ১ কিলোমিটার। এই সেতুটি বছর কয়েক আগে নির্মাণের কাজ শুরু করে পূর্ত দপ্তর। এরপর সেই সেতু ধীরে ধীরে তৈরি হয়। আর এবার এই সেতু সর্বসাধারণের জন্য খুলে দেওয়া হল। দিন কয়েক আগেই অজয় নদে জল বাড়ার কারণে অস্থায়ী ফেরিঘাট ভেঙ্গে যায়। প্রতিবছরই নিয়ম মেনে ফেরিঘাট ভাঙতে দেখা যায়। আর ফেরিঘাট ভাঙলে সমস্যায় পড়তে হতো সাধারণ মানুষদের। কিন্তু এবার সেই সমস্যা দূর হয়ে গেল ১৩৮ কোটি টাকার এক কিলোমিটার লম্বা নতুন সেতুর পরিপ্রেক্ষিতে।