আরও পড়ুন: ৩০ কোটি টাকা! তিলপাড়া ব্যারেজের কাজ! এত টাকা কোথায় গেল প্রশ্ন সাধারণ মানুষদের!
নদী বাঁধ (River Embankment) কেটে মাটি চুরি করছে দুষ্কৃতীরা আর ওই কাটা বাঁধের অংশ দিয়েই অবাধে ঢুকছে নদীর জল, এমনই অভিযোগ গ্রামবাসীদের। বেশ কয়েকটি বাড়ি থেকে বেরোলেই দেখা মিলছে নদীর জলের। ক্ষতিগ্রস্ত এলাকার বহু ধান জমি। আর যার ফলে মাথায় হাত চাষীদের। তারা জানাচ্ছেন, বারবার তাদের অসুবিধার কথা জানানো সত্বেও কোন কাজ হয়নি। শুধু তাই নয়, এই গ্রামে একটি রাস্তা পুরোপুরি বেহাল হয়ে চলাচলের অযোগ্য হয়ে পড়েছে। আর যার ফলেই ক্ষোভ বাড়ছে গ্রামবাসীদের মধ্যে।
তাদের দাবি নদী বাঁধের (River Embankment) কাটা অংশগুলো বাঁধিয়ে দিলে জল আর আসবে না। জল যন্ত্রণায় খারাপ অবস্থায় রয়েছেন গ্রামের মানুষজন। যেদিকেই চোখ যাচ্ছে শুধু জল আর জল। এমন চিত্র ধরা পড়লো বীরভূমের খয়রাশোল ব্লকের পাঁচড়া গ্রাম পঞ্চায়েতের বনপাতরা গ্রামে। হিংলো নদীর জল গ্রামে ঢুকে পড়ায় সমস্যায় পড়েছেন তারা। পাশাপাশি তারা রয়েছেন আতঙ্ককেও।