Anubrata Mondal: অনুব্রত মণ্ডলের পর আদালতে তৃণমূল ছাত্র পরিষদের প্রাক্তন জেলা সভাপতি বিক্রমজিৎ সাউ। সোমবার অনুব্রত মণ্ডল বোলপুর থানার আইসি ও আইসির মা বউকে নিয়ে কুকথা বলার মামলায় জামিন পান। তার জামিন পাওয়ার পর তিনি বিক্রমজিৎ সাউয়ের সিউড়ি আদালতে দেখা মিলতেই কৌতুহল, তাহলে কি তিনি ও জামিন নিতে আদালতে!
কেননা অনুব্রত মণ্ডলের (Anubrata Mondal) মতোই তিনিও সোশ্যাল মিডিয়ায় বোলপুরের আইসিকে নিয়ে একটি পোস্ট করেছিলেন। আর তার মামলা রুজু করা হয়েছিল।
মঙ্গলবার সিউড়ি আদালতে বিক্রমজিৎ সাউকে দেখা গেলেও তিনি আদালতে আসার কারণ হিসাবে ব্যক্তিগত কাজ বলেই দাবি করেছেন। জামিনের বিষয়টি তিনি এড়িয়ে যান। যদিও আদালতের এক আইনজীবী জানিয়েছেন, এর আগে তিনি যখন আদালতে এসেছিলেন তখন তাকে অন্তর্ভুক্তি জামিন দেওয়া হয়েছিল। আর আজ তার জামিন কনফার্ম করা হলো।