হিমাদ্রি মণ্ডল : বিজেপির সভা আর সেই সভাকে ঘিরে পাল্টা তৃণমূলের মিছিল এবং কর্মসূচি ঘিরে ফের একবার সরগরম রাজ্য রাজনীতি। বর্তমান করোনাকালে যখন চতুর্দিকে স্যানিটাইজ করে ভাইরাসকে রুখে দেওয়ার চেষ্টা চলছে, ঠিক সেসময় তৃণমূলের তরফ থেকে বিজেপির সভাস্থলে ছড়ানো হল গোবর জল এবং স্যানিটাইজ। তৃণমূলের দাবি ‘ভাইরাস তাড়ানোর চেষ্টা চলছে’।
গত বুধবার বীরভূমের সিউড়ি শহরের জেলা স্কুল ময়দানে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের একটি বিক্ষোভ সভা হয়। যে সভায় দিলীপ ঘোষ ছাড়াও উপস্থিত ছিলেন বিজেপির অন্যান্য নেতাকর্মীরা। আর সেই সভাস্থল প্রথমে ঝাঁট দিয়ে, তারপর গোবর জল, স্যানিটাইজ দিয়ে বৃহস্পতিবার পরিষ্কার করল তৃণমূলের মহিলা কর্মীরা। পাশাপাশি তৃণমূলের তরফ থেকে দিলীপ ঘোষের একটি কুশপুত্তলিকায় গোবর জল ছিটানো হয় এবং পরে তা স্যানিটাইজ করা হয়।
তৃণমূলের তরফ অভিজিৎ সিংহ জানান, “সারাবিশ্বে যেমন এখন করোনা মহামারী চলছে ঠিক তেমনই বাংলার বুকে বিজেপি নামক আরও একটি ভাইরাসের প্রাদুর্ভাব হয়েছে। আর এই ভাইরাসকে দূর করার জন্য তৃণমূলের তরফ থেকে গোবর জল স্যানিটাইজ ইত্যাদি দিয়ে সমস্ত রকম প্রচেষ্টা চালানো হচ্ছে।”
বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল জানান, “পশ্চিমবঙ্গ ছাড়াও গোটা ভারতবর্ষে প্রচুর ভাইরাস নিয়ে এসেছে বিজেপি। আর এই ভাইরাসের মধ্যে পাঁচটি ভাইরাস পশ্চিমবঙ্গে ছেড়ে দেওয়া হয়েছে। যে ভাইরাসগুলি জেলায় জেলায় ঘুরে বেড়াচ্ছে। গোটা জেলায় জেলায় সেই ভাইরাস ছুটছে বলে আজ তৃণমূলের মহিলা কর্মীরা স্যানিটাইজ করে গোটা ভাইরাস পরিষ্কার করলেন। এটা বাংলা, হিন্দিভাষী নয়। বাংলার মানুষ জবাব দেবে।”
প্রসঙ্গত, দিলীপ ঘোষের গতকালকের সভার আগেই অনুব্রত মণ্ডল ইলামবাজারের একটি কর্মীসভা থেকে জানিয়েছিলেন ‘আমরা যা করার তা ২৬ তারিখে করে দেখাবো’। আর সেই মতই এদিনের এই কর্মসূচি বলে মনে করা হচ্ছে রাজনৈতিক মহলের তরফ থেকে। এদিন সিউড়ি ছাড়াও বোলপুর, দুবরাজপুর, সাঁইথিয়া, নলহাটি, রামপুরহাট এবং গুসকরায় একই ধরনের কর্মসূচি গ্রহণ করা হয় তৃণমূলের মহিলা কর্মীদের নিয়ে।