Trinamool Govt নিজস্ব বাড়ি প্রত্যেক মানুষেরই স্বপ্নের মধ্যে অন্যতম বড় একটি স্বপ্ন। কিন্তু অনেকের সেই স্বপ্ন বিভিন্ন কারণে পূরণ হয় না। যাদের এমন স্বপ্ন পূরণ হয় না তাদের প্রতিকূলতার মধ্যে রয়েছে টাকা পয়সা জমিজমা। তবে এবার এই ধরনের মানুষদের ৪০০ পরিবারের স্বপ্ন পূরণ করল তৃণমূল সরকার।
মঙ্গলবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নির্ধারিত কর্মসূচি অনুযায়ী পূর্ব বর্ধমানের সরকারি প্রকল্পের সুবিধা প্রদান অনুষ্ঠানে অংশগ্রহণ করেন। পূর্ব বর্ধমান ও পশ্চিম বর্ধমানের পাশাপাশি রাজ্যের আরও ১২ জেলার উপভোক্তাদের বিভিন্ন ধরনের সুবিধা দেওয়া হয়। আর সেই সকল সুবিধাপ্রাপ্ত জেলাগুলির মধ্যে ছিল বীরভূমও। এদিন সিউড়ির রবীন্দ্র সদনে একটি ভার্চুয়ালি কর্মসূচির মধ্য দিয়ে এই সুবিধা প্রদান করা হয়।
আরও পড়ুন: দীর্ঘ আন্দোলনের পর বীরভূমে নতুন ট্রেন! এসে গেল রেলের টাইম টেবিল
বীরভূমের 400র বেশি গ্রামবাসীদের হাতে এদিন তুলে দেওয়া হয় পাট্টা। পাট্টা হাতে পাওয়ার ফলে ওই সকল পরিবারগুলি নিজেদের বসবাসকারী জায়গার অধিকার পেল পাকাপোক্তভাবে। স্বাভাবিকভাবেই তারা খুশি।
জমির পাট্টা প্রদান অনুষ্ঠানে এ দিন উল্লেখযোগ্য ভাবে একসঙ্গে দেখা যায় অনুব্রত মণ্ডল ও কাজল শেখকে। যারা এদিন এমন সুবিধা তারা কেউ সিউড়ি কেউ রামপুরহাট কেউ নলহাটি কেউ আবার নানুর বোলপুর দুবরাজপুর রাজনগর খয়রাশোল সহ বিভিন্ন এলাকার বাসিন্দা।