‘তৃণমূলে থাকা অসম্ভব’, শুভেন্দুর মেসেজ ঘিরে ফের জল্পনা

Madhab Das

Published on:

Advertisements

নিজস্ব প্রতিবেদন : বুধবার দুপুর পর্যন্ত সব ঠিকঠাক ছিল। ফের তৃণমূল নিজের ঘর গুছিয়ে নিয়েছে এমনটাই বার্তা দেওয়া হয়েছিল গতকাল রাতে। কিন্তু এদিন দুপুর গড়াতেই যেন সব ওলট-পালট হয়ে গেল। হ্যাঁ, যার কথা বলা হচ্ছে তিনি হলেন বর্তমান রাজ্য রাজনীতি চর্চার কেন্দ্রবিন্দু শুভেন্দু অধিকারীর কথা। হঠাৎ তিনি মেসেজ করে জানালেন, ‘তৃণমূলে থাকা অসম্ভব’।

Advertisements

মঙ্গলবার রাতে উত্তর কলকাতায় অভিষেক বন্দ্যোপাধ্যায়, প্রশান্ত কিশোর এবং সুদীপ বন্দ্যোপাধ্যায়কে নিয়ে শুভেন্দু অধিকারীর সাথে একটি বৈঠক হয়। যে বৈঠক শেষে প্রবীণ তৃণমূল নেতা সৌগত রায় জানান, “শুভেন্দু তৃণমূল ছেড়ে যাবে না। ও দলেই থাকছে। বাকি যা বলার ও নিজেই বলবে।”

Advertisements

কিন্তু সূত্র মারফত জানা গিয়েছে, বুধবার শুভেন্দু অধিকারী একটি টেক্সট মেসেজ পাঠিয়েছেন সৌগত রায়কে। আর তাতে তিনি যা লিখেছেন তার বিষয়বস্তু হলো, “আপনারা কথা রাখেননি। আমি কিছু বলার আগেই আপনারা সংবাদমাধ্যমে বক্তব্য দিতে শুরু করেছেন। আমার সমস্যা মেটেনি। এভাবে আর একসঙ্গে কাজ করা সম্ভব নয়।”

Advertisements

সূত্র মারফত এটাও জানা গিয়েছে যে, ঘনিষ্ঠ মহলে প্রাক্তন মন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, তার ক্ষোভ, অভিযোগ এবং সাংগঠনিক ক্ষেত্রে যেসকল আপত্তি রয়েছে তার সমাধান এখনো বাকি রয়েছে। এনিয়ে সবেমাত্র আলোচনা শুরু হয়েছে। আর এই আলোচনা শুরু হওয়ার মূহূর্তেই শুভেন্দু অধিকারীর প্রশ্ন কিভাবে দলের তরফ থেকে জানিয়ে দেওয়া হল সমস্ত সমস্যা মিটে গিয়েছে?

Advertisements