SSC Scam: স্কুল সার্ভিস কমিশনের দাগিদের তালিকায় নাম বিজেপি নেতার স্ত্রীর

SSC Scam: স্কুল সার্ভিস কমিশনের নিয়োগের দাগি কারা? শেষমেষ শনিবার রাতে WBSSC ২০১৬ সালের State Level Selection Test (SLST)-এ অনিয়মের অভিযোগে ১,৮০৪ জন “tainted teachers” তালিকা প্রকাশ করেছে স্কুল সার্ভিস কমিশন। মিডিয়ায় উঠা তথ্য এবং সংবাদ বিবরণে, তালিকায় বেশিরভাগ ক্ষেত্রে তৃণমুলের (TMC) নেতাদের আত্মীয়-পরিজন এবং তাদের রাজনৈতিক যোগসূত্র রয়েছে।

তবে ২০১৬ সালের স্কুল সার্ভিস কমিশনের পরীক্ষায় দাগিদের যে নাম প্রকাশ করা হয়েছে সেই তালিকায় এবার উঠে এলো বিজেপি নেতার স্ত্রীর নাম। এই তালিকায় শাসক দলের একাধিক দাগি শিক্ষকদের নাম থাকার পাশাপাশি বিজেপি নেতার স্ত্রীর নাম থাকার কারণে প্রশ্ন করতে শুরু করেছে? তাহলে কি তিনিও প্রভাব খাটিয়ে টাকা দিয়ে চাকরি পেয়েছিলেন?

আরও পড়ুন: তিলপাড়া ব্যারেজে মাছ ধরাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত দুই

স্কুল সার্ভিস কমিশনের দাগিদের (SSC Scam) এই তালিকায় যার নাম নিয়ে এখন বিতর্ক তৈরি হয়েছে তিনি হলেন বীরভূমের বিজেপির বীরভূম জেলার কোষাধক্ষ্য সুরজিৎ সরকারের স্ত্রী লক্ষ্মী বিশ্বাসের। স্কুল সার্ভিস কমিশন যে অযোগ্যদের তালিকা প্রকাশ করেছে সেই তালিকায় ৬৫৩ নম্বরে তার নাম রয়েছে। তিনি রামপুরহাটের কুসুম্বা স্কুলের শিক্ষিকা ছিলেন।

বিষয়টি চক্রান্ত বলে মনে করছে বিজেপি এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে বীরভূম জেলার বিজেপির কোষাধ্যক্ষ সুরজিৎ সরকার ইতিমধ্যেই সিবিআই এর দারস্থ হয়েছেন এবং আগামী দিনে আদালতে যাবেন বলেও জানা যাচ্ছে।