Extra Marital Affairs: স্বামীর সঙ্গে অন্য মহিলার পরকীয়া, মানতে পারেননি স্ত্রী, তারপরের ঘটনা বেদনাদায়ক

Extra Marital Affairs: সদাইপুর থানার অন্তর্গত সগর গ্রামের রেকিনা বিবির সঙ্গে 2018 সালের ৭ জুন বিয়ে হয়েছিল দুবরাজপুরের বোধ গ্রামের বাসিন্দা শেখ নইমুদ্দীনের। বিয়ের পর তারা সুখেই সংসার করছিলেন। তবে পরে রেকিনা বিবি জানতে পারেন তার স্বামীর সঙ্গে পরকীয়া অর্থাৎ বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে গ্রামেরই কাশিনা বিবি নামে এক মহিলার সঙ্গে। স্বামীর সঙ্গে অন্য মহিলার বিবাহ বহির্ভূত সম্পর্ক স্বাভাবিকভাবেই মেনে নিতে পারেন নি রেকিনা। আর এমনটা মেনে নিতে না পেরে প্রতিবাদ করতে গিয়ে চরম পরিণতি হয় তার।

প্রতিবাদের ফলস্বরূপ তার উপর শুরু হয় নানা অত্যাচার। একদিন সেই অত্যাচারের মাত্রা এমন জায়গায় পৌঁছায় যে রেকিনার গায়ে কেরোসিন তেল ঢেলে তাকে পুড়িয়ে মারা হয়। এমন অভিযোগের পরিপ্রেক্ষিতে দুবরাজপুর থানায় 2019 সালের ২১ ফেব্রুয়ারি অভিযোগ দায়ের হয় শেখ নইমুদ্দিন ও কাশীনা বিবির বিরুদ্ধে এবং সেই মামলা চলতে শুরু করে। পরবর্তীতে ২০২৫ সালের ২৯ জুলাই এই মামলার বিচারের দিন ধার্য হলে অভিযুক্ত শেখ নইমুদ্দিন আদালতে হাজির হননি। এরপর তার বিরুদ্ধে ওয়ারেন্ট বের হলে বৃহস্পতিবার তিনি আদালতে আত্মসমর্পণ করেন এবং জামিনের আবেদন খারিজ হয়। পাশাপাশি তাকে দোষী সাব্যস্ত করে আদালত। তবে কাশীনা বিবির বিরুদ্ধে কোন অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাকে আদালত এই মামলা থেকে মুক্তি দেয়। এই ঘটনায় দোষী সাব্যস্ত হওয়া শেখ নইমুদ্দিনের সাজা ঘোষণা হবে আগামীকাল অর্থাৎ শুক্রবার।