Tesla Car Price: ভারতীয় গাড়ির মার্কেটে আলোড়ন সৃষ্টি করতে খুব শীঘ্রই আসতে চলেছে এই গাড়ি। অনেকদিন ধরেই টেসলার ইভি গাড়ি নিয়ে জল্পনা রীতিমতো তুঙ্গে। টেসলার গাড়ির মূল্য অনেক বেশি হবে সেটাই স্বাভাবিক। ভারতের সাধারণ মানুষের সাধ্যের মধ্যে আরো এই গাড়ি আসবে কিনা সেটা এই মুহূর্তে বলা কঠিন। তবে ভারতের গাড়ির বাজারে এক বিপ্লব আনতে চলেছে এই সংস্থার গাড়িটি। বর্তমানে প্রত্যেকটি মানুষের মধ্যে ইভি গাড়ির প্রতি আগ্রহ বেড়েছে। এর সবথেকে বড় কারণ হলো পরিবেশ দূষণ। অন্যান্য কোম্পানির ইভি গাড়ি সাধারণ মানুষের সাধ্যের মধ্যে হলেও টেসলা কোম্পানির গাড়ির মূল্য এখনো পর্যন্ত জানা যাচ্ছে না।
আশা করা যাচ্ছে চলতি বছরে ভারতীয় মার্কেটে আসতে পারে টেসলা কোম্পানির গাড়ি। গ্লোবাল ক্যাপিটাল মার্কেট ফার্ম সিএলএসএ বলছে, আমদানি শুল্ক ২০ শতাংশের নীচে হ্রাস করা সত্ত্বেও ভারতে তার বৈদ্যুতিক গাড়িগুলির দাম কমপক্ষে ৩৫-৪০ লক্ষ টাকা হবে। বর্তমানে টেসলার মডেল ৩ হল মার্কিন যুক্তরাষ্ট্রে সবচেয়ে সাশ্রয়ী মূল্যের ইভি। এটি ফ্যাক্টরি পর্যায়ে প্রায় ৩৫,০০০ মার্কিন ডলার (প্রায় ৩০.৪ লক্ষ টাকা) দাম (Tesla Car Price)। যারা খুচরো ক্রেতা তারাও এই দামেই পাবে গাড়িটি। মডেল ৩-এর প্রত্যাশিত অন-রোড মূল্য ভারতে আমদানি শুল্ক ১৫-২০ শতাংশ প্রত্যাশিত হ্রাস, রোড ট্যাক্স, বিমা ও অন্যান্য ব্যয় নিয়ে প্রায় ৪০,০০০ মার্কিন ডলার হবে। অর্থাৎ ভারতীয় মূল্য অনুযায়ী এটি হবে প্রায় ৩৫ থেকে ৪০ লক্ষ টাকার সমান (Tesla Car Price)।
একটি গুরুত্বপূর্ণ বিষয় হল টেসলার এই ইলেকট্রনিক গাড়ি হয়তো সাধারণ মধ্যবিত্তের সাধ্যের বাইরে হবে। কারণ মাহিন্দ্রা XEV 9e, Hyundai e-Creta এবং Maruti Suzuki e-Vitara-এর মতো দেশীয় EV মডেলগুলির দাম থেকে টেসলার ইভির দাম প্রায় ২০-৫০ শতাংশ বেশি (Tesla Car Price)। রিপোর্ট অনুযায়ী জানা যাচ্ছে যে, ভারতীয় গাড়ির মার্কেটে যদি টেসলা প্রবেশ করে তাহলেও ভারতীয় ইভি বাজারকে উল্লেখযোগ্যভাবে ধাক্কা দিতে পারবে না। বিশেষজ্ঞরা এই বিষয়টি নিয়ে একেবারে নিশ্চিত। ভারতে টপ-১০ বিক্রি হওয়া গাড়ির মধ্যে মাত্র দুটির দাম ২০ লাখ টাকার উপরে। এরা হল হুন্ডাইয়ের ক্রেটা ও মহিন্দ্রার স্করপিও।
আরও পড়ুন: নতুন স্কুটি কিনবেন? কেনার আগে দেখে নিন এই দুই একলাখি গাড়ি
কোনো সূত্র মারফত জানা যাচ্ছে কি কবে ভারতে আসতে চলেছে টেসলা? আশা করা যাচ্ছে টেসলা এপ্রিল থেকে ভারতে তার রিটেল কার্যক্রম শুরু করবে। এই মার্কিন সংস্থাটি নয়াদিল্লি (অ্যারোসিটি) ও মুম্বাই (বান্দ্রা কুরলা কমপ্লেক্স) দুটি শোরুমের জন্য জায়গা বেছেছে। টেসলা প্রাথমিকভাবে তার জার্মান ইউটিলিটি থেকে ভারতে বিক্রির জন্য যানবাহন আমদানি করবে। মার্কিন এই কোম্পানিটি প্রথমে দেশে আমদানি করা যানবাহনগুলি সফল হয় কিনা দেখবে, তারপর ভারতে একটি উৎপাদন ইউনিট স্থাপন করবে।
অনেকদিন ধরেই বিষয়টি নিয়ে জল্পনা শোনা গেলেও অবশেষে সুখবর দিচ্ছে কোম্পানি। বাজারে আসতে পারে গ্র্যান্ড ভিটারার 7-সিটার সংস্করণ। সূত্র মারফত জানা যাচ্ছে যে, ই-ভিটারা চালু হওয়ার কয়েক মাসের মধ্যেই এই গাড়িটি বাজারে এই গাড়িটি আসবে। মনে করা হচ্ছে যে, হুন্ডাইয়ের আলকাজারের প্রতিদ্বন্দ্বী হবে এই গাড়ি। গ্র্যান্ড ভিটারার থেকে অনেক বেশি হতে চলেছে এই গাড়ি। গাড়িটির নাম আলাদা হবে এবং গ্র্যান্ড ভিটারার নাম না রাখলেও নেক্সা বিক্রয় কেন্দ্রগুলির মাধ্যমে সেল হবে এই গাড়ি।