Bus Conductor: ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য, যেখানে পাটনী ঈশ্বরী বা দেবী অন্নপূর্ণাকে উদ্দেশ্য করে বলেছিলেন ‘এ মেয়ে তো মেয়ে নয়, দেবতা নিশ্চয়!’ অন্নদামঙ্গল কাব্যের এমন বাস্তবায়ন বর্তমান সমাজেও বহু ক্ষেত্রে আমরা দেখতে পাই। তবে অনেক ক্ষেত্রে সেসব নজর এড়িয়ে যায়, অনেক ক্ষেত্রে খুব বেশি করেই তা হাইলাইট বা নজরে আসে। ঠিক সেই রকমই এক মহিলার লড়াই যেন তাকে ‘ওই’ পর্যায়ে পৌঁছে দিয়েছে।
যার কথা বলা হচ্ছে তিনি হলেন ডলি রানা। যিনি ৫৮ বছর বয়সে বাস কন্ডাক্টারের (Bus Conductor) পেশায় কাজ করে চলেছেন। যখন বাস কন্ডাক্টর মানেই পুরুষদের কথা মাথায় আসে সেই জায়গায় ওই মহিলার আলাদা দৃষ্টান্ত তৈরি করে চলেছে রাজ্যে। প্রতিদিন ভোর থেকে উঠে দুপুরের খাবার সঙ্গে নিয়ে চলে হাড়ভাঙ্গা পরিশ্রম। হাওড়া ধর্মতলা রুটে শাড়ি পরে কাঁধে রং চটা ব্যাগ নিয়ে তিনি পুরো একটি বাসের দায়িত্ব নিয়ে চলেছেন।
মনে রাখতে হবে ডলি রানা যে বাসে কন্ডাক্টরি (Bus Conductor) করেন সেই বাস তার নিজের। সংসারের হাল ধরতে বাবার স্বপ্ন পূরণের জন্য ২০১৭ সালে তিনি গয়না বিক্রি করে ও লোন নিয়ে একটি পুরাতন বাস কিনেছিলেন। তবে আর্থিক পরিকাঠামো একেবারেই দুর্বল হওয়ার কারণে নিজেই বাসের কন্ডাক্টারি করার সিদ্ধান্ত নেন। আবার তিনি যখন নিজেই একপ্রকার সমস্ত কিছুর দায়িত্ব নিয়েছেন তখনই কয়েক বছর পরে নেমে আসে করোনা। যে সময়ে বাসের চাকা স্তব্ধ হয়ে যায়, পরে পরিস্থিতির উন্নতি হলে বাসের চাকা গড়ালে যাত্রী হত হাতে গোনা। এই সমস্ত প্রতিকূলতাকে দূরে সরিয়ে আজও ৫৮ বছর বয়সী ডলি রানার বাস রোজ কোনা হাওড়া, কোনা ধর্মতলা রুটে বাস ছোটার পর রাত সাড়ে নটা দশটা নাগাদ বাড়ি ফিরেন তিনি।