Suri: গ্রাম থেকে সিউড়ি শহরে চিকিৎসা করাতে আসা এক ব্যক্তি টোটো থেকে পড়ে গুরুতর আহত হন। গুরুতর আহত অবস্থাতেই ঐ ব্যক্তিকে ছেড়ে পালান টোটো চালক। পরে আহত অবস্থায় ওই ব্যক্তিকে দেখে সিউড়ি থানার কনস্টেবল মোশারফ হোসেন ব্যক্তির চিকিৎসার জন্য এগিয়ে আসেন।
জানা যাচ্ছে দুবরাজপুর বিধানসভার পাঁচরা গ্রামের সুখেন বাদ্যকর নামে ৫৫ বছর বয়সী ওই ব্যক্তি সিউড়ি হাসপাতালে (Suri) চিকিৎসা করাতে এসেছিলেন। সিউড়ি বাসস্ট্যান্ডে নেমে তিনি একটি টোটোতে চড়েন এবং বলেন হাসপাতাল নিয়ে যাওয়ার জন্য। কিন্তু ওই টোটো চালক তাকে হাসপাতাল নিয়ে যাওয়ার পরিবর্তে অন্য কোথাও নিয়ে যাচ্ছিল। এমন অবস্থায় ওই ব্যক্তি টোটো থেকে তাড়াহুড়ো করে নামতে যান আর তখনই পড়ে গিয়ে গুরুতরভাবে হাত ও পায়ে চোট লাগে। তার হাতের কনুইয়ের জায়গা ভেঙে যায়। দুর্ঘটনার পর ওই ব্যক্তি জ্ঞান হারালে টোটো চালক তাকে রাস্তাতে ফেলে দিয়ে পালিয়ে যান।
ওই রাস্তা দিয়ে কনস্টেবল মোশারফ হোসেন যাওয়ার সময় সুখেন বাদ্যকরকে অজ্ঞান অবস্থায় দেখে তাকে জল দিয়ে জ্ঞান ফেরালে পুরো বিষয়টি জানতে পারেন এবং তারপর সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে (Suri) নিয়ে গিয়ে তার চিকিৎসা করান।