Dubrajpur: দুবরাজপুর পৌরসভার তরফ থেকে দুবরাজপুরে বাংলার অন্যতম জনপ্রিয় গায়িকা পৌষালীর গান থেকে শুরু করে নানান সংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। যে সকল অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে প্রত্যেক অনুষ্ঠান মঞ্চ মাতাবে তা নিয়ে কোন সন্দেহ নেই। এতদূর শোনার পর অনেকের মধ্যেই কৌতুহল, কবে থেকে এই সকল অনুষ্ঠান অনুষ্ঠিত হবে এবং কেন দুবরাজপুর পৌরসভা এমন বিরাট আয়োজনে মেতে উঠলো।
আরও পড়ুন: কালীপুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার! তুলকালাম কাণ্ডে আহত ৫ জন, আটক ২ জন
দুবরাজপুর পৌরসভার (Dubrajpur) ৫০ বছর পূর্তি উপলক্ষে বিভিন্ন ধরনের সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন রাখা হয়েছে। যে সকল অনুষ্ঠানে বাংলার সেরা সেরা শিল্পীরা উপস্থিত থাকবেন, এছাড়াও ছৌ নাচ সহ বিভিন্ন বিনোদনমূলক অনুষ্ঠানের আয়োজনও থাকবে। ১০ নভেম্বর থেকে এই সকল অনুষ্ঠানের সূচনা হবে বলে জানিয়েছেন দুবরাজপুর পৌরসভার চেয়ারম্যান পীযুষ পান্ডে।
বৃহস্পতিবার দুবরাজপুর পৌরসভার (Dubrajpur) উদ্যোগে পৌর কর্মীদের নিয়ে আয়োজিত বিজয়া সম্মেলনী অনুষ্ঠানে এমন ঘোষণা করেন পীযূষ পান্ডে। ঠিক কি কি অনুষ্ঠান থাকছে সেই বিষয়ে পীযুষ পান্ডে যা জানিয়েছেন শুনে নেব
