এক মাস ধরে আতঙ্কে ছিলেন বীরভূমের একটি গ্রামের বাসিন্দারা। অজয় নদের তীরবর্তী ওই গ্রামের বাসিন্দাদের আতঙ্কে থাকার পিছনে রয়েছে মাত্র একটি কারণ, আর সেই কারণটি হল রান্নার গ্যাস সিলিন্ডারের মত বড় একটি ধাতব সিলিন্ডার।
সেপ্টেম্বর মাসের দ্বিতীয় সপ্তাহে অজয় নদের পাড়ে থাকা বোলপুর থানার অন্তর্গত লাউদহ গ্রামের কয়েকজন জেলে অচেনা ওই ধাতব সিলিন্ডারের মতো বস্তুটি দেখতে পান। তারপর তারা বোলপুর থানার পুলিশকে খবর দিলে বোলপুর থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ধাতব বিশালাকার বস্তুটিকে আগলে রাখে।
বিশালাকার ধাতব ওই বস্তুটি আসলে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়কার বোমা বলেই অনুমান করা হয়েছিল। তারপর থেকেই নিরাপত্তার চাদরে ওই বস্তুকে রেখেছিল পুলিশ। একমাস পুলিশী পাহারায় থাকার পর অবশেষে কেন্দ্রীয় বাহিনীর তত্ত্বাবধানে ওই বোমাটিকে নিষ্ক্রিয় করা হয়। আর বোমাটি কেন্দ্রীয় বাহিনী নিষ্ক্রিয় করতে রীতিমতো হাত ছেড়ে বাঁচলেন এলাকার বাসিন্দারা।