দুবরাজপুর থানার পদুমা গ্রাম পঞ্চায়েতের ভালুকা গ্রামে কালীপুজোর বিসর্জন ঘিরে ধুন্ধুমার কান্ড। দু’পক্ষের অভিযোগ পাল্টা অভিযোগে উত্তপ্ত এলাকা। দীর্ঘদিন ধরেই গ্রামের একটি জায়গার রাস্তাকে কেন্দ্র করে গ্রামবাসীদের একাংশের সঙ্গে চিত্তরঞ্জন মহাদানীর বিবাদ চলছে।
গ্রামবাসীদের অভিযোগ ওই রাস্তায় তারা ঠাকুর বিসর্জনের শোভাযাত্রা নিয়ে যেতে দেবে না বলে তাদের ওপর অতর্কিত আক্রমণ চালায়।
আরও পড়ুন: বোলপুরে তৈরি হতে চলেছে অত্যাধুনিক মাল্টিপ্লেক্স! তবে বাধা একজন
অপরপক্ষের অভিযোগ তারা বাড়ির সামনে দাঁড়িয়ে ঠাকুর বিসর্জন দেখছিলেন সেই সময় অন্ধকার করে তাদের উপর আক্রমণ করে।
মারধরের পাশাপাশি গাড়ি ও বাড়ি ভাঙচুর করে বলে অভিযোগ বুলা মহাদানীর। দুপক্ষের পাঁচজন জখম হয়েছে। চন্ডী মাল, বয়স ৫২ বছর। শিশির হাজরা, বয়স ৩০ বছর। রাহুল হাজরা, বয়স ১৯ বছর। যার মধ্যে চন্ডী মালের আঘাত গুরুতর। তাদের প্রত্যেককেই দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে পাঠানো হয়।
অন্যদিকে আহত হয়েছেন চিত্তরঞ্জন মহাদানী, বয়স ৫৮ বছর ও তার ছেলে প্রশান্ত মহাদানী। আহত চিত্তরঞ্জন মহাদানীকে দুবরাজপুর গ্রামীণ হাসপাতাল থেকে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে রেফার করে দেয়। এদের গ্রামবাসীরা মারধর করে ঘরের মধ্যে আটকে রাখে বলে অভিযোগ, পরে পুলিশ গিয়ে তাদের উদ্ধার করে। ঘটনাস্থলে যায় দুবরাজপুর থানার পুলিশ। এই ঘটনায় পুলিশ দুজনকে আটক করেছে।
